সংবাদ শিরোনাম
দৈনিক আমার কাগজ-এ নিয়োগ পেলেন তৈয়বুর রহমান। বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত। দৈনিক বর্তমান বাংলা’র মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে স্বরণ সিং নিয়োগপ্রাপ্ত। খানখানাবাদে গণভোট বিষয়ে গণসচেতনতামূলক প্রদর্শনী ও লিফলেট বিতরণ। টানা তৃতীয়বার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত পেকুয়ার সন্তান আবদুল খালেক। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদের স্মরণে দোয়া মাহফিল করেছে বন্ধুমহল। বিএনপির মনোনয়ন দৌড়ে শেষ পর্যন্ত জয়ী কামরুজ্জামান কামরুল। সাবেক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। দেশবরেণ্য নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণসভা করল চট্টগ্রাম সাংবাদিক সংস্থা রাজাবাড়িতে বিএনপির কর্মীদের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

সময়ের জনপ্রিয় মানবাধিকার নেতা সেহলী পারভীন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোনীত

রিপোর্টারের নাম / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক:- সময়ের জনপ্রিয় মানবাধিকার নেতা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন বিসিপিসি এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। সমাজসেবা, মানবাধিকার রক্ষা, নারী ও শিশু সুরক্ষার পক্ষে দীর্ঘদিন ধরে কাজ করে আসা এ নেত্রীকে গুরুত্বপূর্ণ এই পদে মনোনীত করায় বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং মানবাধিকার নেতৃবৃন্দ আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

সামাজিক সচেতনতা ও মানবিক কর্মকাণ্ডে তার অগ্রণী ভূমিকা ইতোমধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। দায়িত্বশীল, সৎ ও মানবিক নেতৃত্বের জন্য তিনি দীর্ঘদিন ধরেই সমাজকল্যাণে অবদান রেখে আসছেন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্তির পর সেহলী পারভীন গণমাধ্যম কর্মীদের বলেন, “এই মনোনয়ন আমার জন্য গৌরবের কিন্তু আগের চেয়েও দায়িত্ব বেড়ে গেলো। সাংবাদিকতা সত্য, বিবেক ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর নাম। আমি চাই সাংবাদিকরা নিরাপদ পরিবেশে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব সবসময় সত্য ও মানবতার পক্ষে কাজ করে এসেছে। আমি এই ধারাবাহিকতাকে আরও শক্তিশালী করতে চাই।” পেশাগত ঐক্য কে বিষয়বস্তু করে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, “হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর মাধ্যমে আমি দীর্ঘদিন মানুষের পাশে থেকেছি। ভবিষ্যতেও সমাজের কল্যাণে, মানবাধিকারের পক্ষে, ন্যায়বিচারের পক্ষে এবং সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় কাজ করে যেতে চাই। যারা আমাকে ভালোবাসেন, সমর্থন করেন এবং পাশে আছেন— সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান বলেন, “সেহলী পারভীন শুধু একজন মানবাধিকার নেতা নন, তিনি একজন সাহসী জনদরদী সমাজসেবক। তার নেতৃত্বগুণ, সততা এবং দায়িত্ববোধ আমাদের অনুপ্রাণিত করে। আমরা যোগ্য নেতৃত্বকে মূল্যায়ন করি। তার অংশগ্রহণ সংগঠনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও বলেন, “গণমাধ্যম দেশের উন্নয়ন, গণতন্ত্র রক্ষা এবং সমাজ সচেতনতার বড় শক্তি। সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা ও তাঁদের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। নতুন এই নেতৃত্ব সংস্থাকে আরও শক্তিশালী করবে।”

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি, দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক এবং দৈনিক সোনালী সময় পত্রিকার উপদেষ্টা মোহাম্মদ মাহিদুল হাসান সরকার বলেন, “সেহলী পারভীন একজন নির্ভীক মানবাধিকার কর্মী। মানুষের কল্যাণে তার নিরলস কাজ আমাদের মুগ্ধ করে। তিনি দায়িত্ব, নৈতিকতা ও মানবতার প্রতি অত্যন্ত সচেতন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে তিনি সংগঠনের মান উন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) সত্য প্রকাশের পক্ষে অটল অবস্থানে থাকে। আমরা বিশ্বাস করি, নতুন নেতৃত্ব সাংবাদিকতার বিকাশ এবং পেশাগত নিরাপত্তায় নতুন দিগন্ত উন্মোচন করবে।”

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা এবং হিউম্যান এইড ইন্টারন্যাশনালের সহকারি মহাসচিব সাঈদা সুলতানা বলেন, “সেহলী পারভীন সবসময়ই মানবতার পাশে থেকেছেন। তিনি নারী অধিকার, শিশু নিরাপত্তা এবং মানবিক সেবায় অগ্রগামী ভূমিকা পালন করেছেন। তার মতো একজন মানবিক এবং দূরদর্শী নেতা সিনিয়র সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে আসায় আমরা গর্বিত।”

তিনি আরও বলেন, “নারী সাংবাদিকদের নিরাপত্তা, সক্ষমতা বৃদ্ধি এবং কর্মপরিবেশ উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি। তার নেতৃত্বে সংগঠন আরও সুসংগঠিত হবে।”
সেহলী পারভীন এর কর্মপরিধি প্রসঙ্গে উক্ত ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট খান সেলিম রহমান বলেন- সেহলী পারভীন দেশের সকল প্রকার নেতৃত্বের উদাহরণ হতে পারে। সততা ও ডায়নামিক নেতৃত্বের গুণে তিনি এখন দেশের গন্ডি ছেড়ে পৃথিবীর পথে…


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর