সংবাদ শিরোনাম
দৈনিক বর্তমান বাংলা’র মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে স্বরণ সিং নিয়োগপ্রাপ্ত। খানখানাবাদে গণভোট বিষয়ে গণসচেতনতামূলক প্রদর্শনী ও লিফলেট বিতরণ। টানা তৃতীয়বার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত পেকুয়ার সন্তান আবদুল খালেক। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদের স্মরণে দোয়া মাহফিল করেছে বন্ধুমহল। বিএনপির মনোনয়ন দৌড়ে শেষ পর্যন্ত জয়ী কামরুজ্জামান কামরুল। সাবেক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। দেশবরেণ্য নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণসভা করল চট্টগ্রাম সাংবাদিক সংস্থা রাজাবাড়িতে বিএনপির কর্মীদের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল বাঁশখালী ডিগ্রি কলেজ জামে মসজিদ পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন। সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় পার্থেনিয়াম উদ্ভিদ নির্মুল অভিযান। 
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

টানা তৃতীয়বার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত পেকুয়ার সন্তান আবদুল খালেক।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ২ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

নারায়ণগঞ্জ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১–এ টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ এএসআই (আভিযানিক) নির্বাচিত হয়েছেন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার কৃতী সন্তান আবদুল খালেক। ২০২৫ সালেও তার পেশাদারিত্ব, সাহসিকতা ও সফল অভিযানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
র‍্যাব সূত্রে জানা যায়, আবদুল খালেক ২০২৪ সালের জুন মাসে নারায়ণগঞ্জ র‍্যাব-১১–এ যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি সিপিসি-টু কুমিল্লা ক্যাম্পে কর্মরত থেকে মাদকবিরোধী অভিযান, ক্লুলেস মার্ডার মামলার আসামি গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধারসহ একাধিক গুরুত্বপূর্ণ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন।
এরই ধারাবাহিকতায় গত ১৮ জানুয়ারি (রবিবার) সকাল ১১টায় নারায়ণগঞ্জ র‍্যাব-১১ সদর দপ্তরে অনুষ্ঠিত অধিনায়কের মাসিক দরবার অনুষ্ঠানে তার কর্মদক্ষতা পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় আবদুল খালেককে টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ আভিযানিক এএসআই হিসেবে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে র‍্যাব-১১–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন (এসজিপি, বিপিএম, পিপিএম, পিএসসি) বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন। এ সময় সিপিসি-টু কুমিল্লা ক্যাম্প সার্বিক কার্যক্রমে প্রথম স্থান অর্জন করে। ক্যাম্পের পক্ষে পুরস্কার গ্রহণ করেন কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। একই অনুষ্ঠানে শ্রেষ্ঠ এএসআই (আভিযানিক) হিসেবে সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন আবদুল খালেক।
পুরস্কার গ্রহণ শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে এএসআই আবদুল খালেক বলেন,
“এই সম্মাননা পেয়ে আমি সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ। এই অর্জনের পেছনে আমার সহকর্মীদের অক্লান্ত সহযোগিতা রয়েছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে এটি শুধু আমার একার সাফল্য নয়, বরং পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে। সবার দোয়া কামনা করছি।”
উল্লেখ্য, আবদুল খালেক এর আগেও চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় কর্মরত থাকাকালে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রাখেন। সে সময় তিনি চট্টগ্রাম জেলায় টানা আটবার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হন।
ব্যক্তিগত জীবনে তিনি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মাদ্রাসা পাড়া গ্রামের সন্তান। তার এই সাফল্যে পরিবার-পরিজন, সহকর্মী এবং পেকুয়াবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর