
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
নারায়ণগঞ্জ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১–এ টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ এএসআই (আভিযানিক) নির্বাচিত হয়েছেন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার কৃতী সন্তান আবদুল খালেক। ২০২৫ সালেও তার পেশাদারিত্ব, সাহসিকতা ও সফল অভিযানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, আবদুল খালেক ২০২৪ সালের জুন মাসে নারায়ণগঞ্জ র্যাব-১১–এ যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি সিপিসি-টু কুমিল্লা ক্যাম্পে কর্মরত থেকে মাদকবিরোধী অভিযান, ক্লুলেস মার্ডার মামলার আসামি গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধারসহ একাধিক গুরুত্বপূর্ণ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন।
এরই ধারাবাহিকতায় গত ১৮ জানুয়ারি (রবিবার) সকাল ১১টায় নারায়ণগঞ্জ র্যাব-১১ সদর দপ্তরে অনুষ্ঠিত অধিনায়কের মাসিক দরবার অনুষ্ঠানে তার কর্মদক্ষতা পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় আবদুল খালেককে টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ আভিযানিক এএসআই হিসেবে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে র্যাব-১১–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন (এসজিপি, বিপিএম, পিপিএম, পিএসসি) বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন। এ সময় সিপিসি-টু কুমিল্লা ক্যাম্প সার্বিক কার্যক্রমে প্রথম স্থান অর্জন করে। ক্যাম্পের পক্ষে পুরস্কার গ্রহণ করেন কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। একই অনুষ্ঠানে শ্রেষ্ঠ এএসআই (আভিযানিক) হিসেবে সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন আবদুল খালেক।
পুরস্কার গ্রহণ শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে এএসআই আবদুল খালেক বলেন,
“এই সম্মাননা পেয়ে আমি সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ। এই অর্জনের পেছনে আমার সহকর্মীদের অক্লান্ত সহযোগিতা রয়েছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে এটি শুধু আমার একার সাফল্য নয়, বরং পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে। সবার দোয়া কামনা করছি।”
উল্লেখ্য, আবদুল খালেক এর আগেও চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় কর্মরত থাকাকালে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রাখেন। সে সময় তিনি চট্টগ্রাম জেলায় টানা আটবার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হন।
ব্যক্তিগত জীবনে তিনি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মাদ্রাসা পাড়া গ্রামের সন্তান। তার এই সাফল্যে পরিবার-পরিজন, সহকর্মী এবং পেকুয়াবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩