জাতিসংঘের ঢাকা আবাসিক প্রতিনিধির আমন্ত্রণে এবং নির্বাচন কমিশনের সহযোগিতায় নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত রাজধানীর গুলশানে জাতিসংঘের ঢাকা কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতিসংঘের প্রতিনিধিরা অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা, সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদপত্র ও ইলেকট্রনিক গণমাধ্যমে তথ্যসন্ত্রাস প্রতিরোধ, নির্বাচনে পেশিশক্তির প্রভাবমুক্ত পরিবেশ তৈরি, নারী ও সংখ্যালঘুদের অংশগ্রহণ নিশ্চিত করা, নতুন সাত লক্ষ ভোটারকে নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত করা, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সহনশীলতা বৃদ্ধি, সরকারী আমলাতন্ত্র, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থাপনায় যুক্ত সকল সংস্থার আন্তরিক ভূমিকা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর কর্মকাণ্ড—এক কথায় একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সর্বজনীন নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপসমূহের ওপর জোর দেন।
এ সকল বিষয়ে ব্যত্যয় ঘটলে জাতিসংঘকে অবহিত করা এবং রাজনৈতিক দলগুলোর সার্বিক সহযোগিতার বিষয়টিও আলোচনায় উঠে আসে।
জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মান্যবর মহাসচিব জনাব স.উ.ম আব্দুস সামাদ।