রংপুর কারমাইকেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী মিলন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে শনিবার (২৭ ডিসেম্বর) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ দিন মরণব্যাধি ক্যান্সারের সাথে যুদ্ধ করে অবশেষে মৃত্যুর কাছে হার মানেন তিনি।
তার এই অকাল মৃত্যুতে কারমাইকেল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মিলনের সহপাঠীরা জানান, তিনি অত্যন্ত বিনয়ী ও মেধাবী ছাত্র হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন।
মিলনের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, কেন্দ্রীয় কমিটি, রংপুর। এক শোক বার্তায় সমিতির নেতৃবৃন্দ বলেন, “একজন মেধাবী প্রাণোচ্ছ্বল শিক্ষার্থীর এভাবে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের এই অপূরণীয় ক্ষতি সইবার শক্তি প্রার্থনা করছি।”