প্রতিনিধি ছাদেক আহমাদ
জানান, রিয়াদে, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ (বাংলা কারিকুলাম) শাখায়, ১৬-ডিসেম্বর,২০২৫; মহান বিজয় দিবস উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে কোরআন মাজিদ তেলাওয়াতের পর জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন করেন, অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ রকিবুল আলম। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠানটি, আফনান সুষমার সঞ্চালনায়_ অতিথি হিসেবে উপস্থিত বিওডি চেয়ারম্যান শোয়াব হোসেন, উপাধ্যক্ষ দেলোয়ার হোসেন, একাডেমিক উপাধ্যক্ষ কাউছার মাহমুদ সহ অন্যান্য শিক্ষানুরাগী বিশিষ্ট জন।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রফিকুল ইসলাম সহ নাটক প্রদর্শনী কলা-কৌশলী গাউছুল আজম অন্যতম।
আলোচনায় অতিথিরা বলেন ২৫শে মার্চ কালো রাতের ভয়ংকর দৃশ্যের প্রতিরোধে যাত্রা শুরু হয় মুক্তিযুদ্ধের। দীর্ঘ ০৯-মাস যুদ্ধে লাখো বীর বাঙ্গালী শহীদ ও মা-বোনের ইজ্জত হানির পর ১৬-ডিসেম্বর লাল-সবুজ সংকেত বিজয়। এই বিজয় অর্জিত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনে যে সকল অকুতোভয় বীর বাঙ্গালী ও ভাই-বোন জীবন দিয়েছেন শ্রদ্ধাভরে স্মরণ করেন।
বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শিশু-কিশোরদের চিত্র অঙ্কন, সাধারণ জ্ঞান, বিজয় ৭১-নাটক, সাংস্কৃতিক বিনোদন সমৃদ্ধি ছিল দিবসটি উদযাপনের এক অনন্য অধ্যায়।
প্রবাসের মাটিতে থেকে ও শিশু কিশোর মা-মাতৃভূমি বাংলার আঁকাবাঁকা পথ, নদী-নালা, সবুজের সমারোহ প্রকৃতিকে রং তুলিতে দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সংস্কৃতি বিনোদনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করেন প্রফেসর জহিরুল ইসলাম।