সংবাদ শিরোনাম
দৈনিক আমার কাগজ-এ নিয়োগ পেলেন তৈয়বুর রহমান। বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত। দৈনিক বর্তমান বাংলা’র মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে স্বরণ সিং নিয়োগপ্রাপ্ত। খানখানাবাদে গণভোট বিষয়ে গণসচেতনতামূলক প্রদর্শনী ও লিফলেট বিতরণ। টানা তৃতীয়বার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত পেকুয়ার সন্তান আবদুল খালেক। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদের স্মরণে দোয়া মাহফিল করেছে বন্ধুমহল। বিএনপির মনোনয়ন দৌড়ে শেষ পর্যন্ত জয়ী কামরুজ্জামান কামরুল। সাবেক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। দেশবরেণ্য নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণসভা করল চট্টগ্রাম সাংবাদিক সংস্থা রাজাবাড়িতে বিএনপির কর্মীদের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

দ্বীনি শিক্ষার ঐশী আলোকবর্তিকা কাগতিয়া মাদরাসা

আবদুল কাদের চট্টগ্রাম প্রতিনিধি / ২৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

আবদুল কাদের চট্টগ্রাম প্রতিনিধি

প্রিয় রাসূল (দ.) বলেছেন, প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। দ্বীনি শিক্ষার প্রচার-প্রসারে খলিফায়ে রাসূল (দ.) হযরত গাউছুল আজম (রা.) ঐতিহাসিক কিংবদন্তির ভূমিকা পালন করেছেন। একদিকে আধ্যাত্মিক শিক্ষার প্রসার করেছেন অন্যদিকে দ্বীনি শিক্ষার প্রচারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। কাগতিয়া কামিল এম.এ. মাদরাসার ব্যাপারে উনি বলেছেন- “আমি কাগতিয়া মাদরাসাকে আমার নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসি”, “আমি যা কিছু পেয়েছি কাগতিয়া মাদরাসার খেদমতের মাঝেই পেয়েছি”। হযরত গাউছুল আজম (রা.) নিজে যেমন মাদরাসার ভালোবাসা ধারণ করেছেন তেমনি স্বীয় অনুসারীদেরকেও মাদরাসাকে ভালোবাসার অসিয়ত করে গেছেন। হযরত গাউছুল আজম (রা.) এর ভালোবাসার এ আমানত বর্তমানে উনার একমাত্র খলিফা মাদরাসার বর্তমান অধ্যক্ষ মহোদয়ের নিকট অর্পণ করেছেন। বর্তমান অধ্যক্ষ মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এ মাদরাসা প্রতি বছর ঈর্ষণীয় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। মূল ক্যাম্পাসের পাশাপাশি চট্টগ্রাম মহানগর ক্যাম্পাসও সে ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখেছে। এছাড়াও নয়নাভিরাম মাদরাসা ক্যাম্পাস, দৃষ্টিনন্দন একাডেমিক ভবন, বিজ্ঞানমনস্ক চিন্তাচেতনার বিকাশের লক্ষ্যে আধুনিক কম্পিউটার ল্যাব, সুবিশাল খেলার মাঠ, অমূল্য সব কিতাব দিয়ে গড়ে তোলা সুবৃহৎ গ্রন্থাগার এ মাদরাসাকে করেছে অনন্য। কাগতিয়া কামিল এম.এ. মাদরাসা এমন এক মকবুল মাদরাসা যেখানে রয়েছে প্রিয় রাসূল (দ.) এর ফয়েজ বরকত এবং হযরত গাউছুল আজম (রা.) এর অকৃত্রিম দোয়া। খলিফায়ে রাসূল (দ.) হযরত গাউছুল আজম (রা.) এর পরবর্তীতে বর্তমান অধ্যক্ষ মহোদয়ও মাদরাসার উন্নতি ও অগ্রগতির ব্যাপারে সদা সচেষ্ট। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি একাডেমিক সফলতায় বর্তমান অধ্যক্ষ মহোদয়ের সুনিবিড় তত্ত্বাবধান এবং আন্তরিকতায় এ মাদরাসা শুধু চট্টগ্রাম নয় সারাদেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মাদরাসায় পরিণত হয়েছে। শুধু একাডেমিক ফলাফল নয় সহশিক্ষা কার্যক্রমেও এ মাদরাসার শিক্ষার্থীরা সফলতার স্বাক্ষর রেখে যাচ্ছে। এ মাদরাসার দায়িত্ব এমন ব্যক্তিত্বদের হাত মোবারকে অর্পিত হয়েছে যারা প্রিয় রাসূল (দ.) এর পছন্দনীয়। এ মাদরাসার দিন-দিন উন্নতি এবং অগ্রগতির রহস্য হলো এই মহান ব্যক্তিত্বদের শ্রম, ত্যাগ এবং অনবদ্য ভালোবাসার বহিঃপ্রকাশ।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ০৩ টা হতে চট্টগ্রাম বায়েজিদস্থ গাউছুল আজম সিটিতে অবস্থিত এশিয়াখ্যাত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার চট্টগ্রাম মহানগর ক্যাম্পাস সম্মুখস্থ ময়দানে অনুষ্ঠিত ৯১তম এনামী জলসায় বক্তারা এসব কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মাদরাসার গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীন এর মহাসচিব হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ,নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুছলেহ উদ্দীন আহমদ মাদানী। জলসায় সম্মানিত অতিথিবৃন্দ মাদরাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন ও মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নূরী, মাওলানা মুহাম্মদ গোলাম রব্বানী ফয়সাল প্রমুখ।

মিলাদ-কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর