*সৌদিআরব থেকে_ছাদেক আহমাদ।*
অতি সম্প্রতি সৌদি আরবের রিয়াদে একের পর এক অপহরণ,হত্যা চাঁদাবাজি ও নারী কর্মীদের দ্বারা অনৈতিক ঘটনা পুরো বাংলাদেশি প্রবাসী সমাজকে চরম আতঙ্ক ও ক্ষোভের মধ্যে ফেলেছে।
এত ভয়াবহ প্রতিকূলতায়
প্রবাসীদের অভিভাবক হিসেবে দূতাবাসের দায়িত্বশীলদের কোন প্রকার প্রতিক্রিয়া দেখা যায়নি।
গত এক বছরে বাংলাদেশিদের সম্পৃক্ততায় অপহরণ, মাদক ব্যবসা ও নারী ব্যবসার মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় প্রবাসীরা নিজেদের নিরাপত্তা নিয়ে ভীষণ চিন্তিত।
সৌদি প্রবাসীরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিবাদ জানাচ্ছেন। বাংলাদেশেও প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু সবকিছুর কেন্দ্রবিন্দুতে এখন তীব্র অসন্তোষ—সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ও রাষ্ট্রদূতের ভূমিকা নিয়ে।
ভুক্তভোগীদের অভিযোগ—
প্রবাসীদের অনেকেই জানান, কোনো বাংলাদেশি অপহরণের শিকার হলে তা দূতাবাসকে জানানো হয়, কিন্তু বাস্তবে দূতাবাসের কার্যকর সহযোগিতা খুব কমই পাওয়া যায়।
*#আইনি সহায়তা*
*#মামলা পরিচালনা*
*#সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ*
—প্রতিটি ক্ষেত্রেই দূতাবাসের নিষ্ক্রিয়তা তাদের অসহায় ও ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে।
সৌদির জটিল আইনগত প্রক্রিয়া, ভাষাগত বাধা এবং নিজেরাই উদ্যোগ নিতে ভয় পাওয়ার কারণে প্রবাসীরা দূতাবাসের উপর ভরসা করতে চান। কিন্তু এই ভরসার জায়গায় যখন সহায়তা পাওয়া যায় না, তখন অপরাধী চক্রগুলো আরও বেপরোয়া হয়ে ওঠে—এমন আশঙ্কাই জানাচ্ছেন সবাই।
এক্ষেত্রে দূতাবাসে দায়িত্বশীল ব্যক্তিদের পরিবর্তনের দাবিও সময়ের প্রেক্ষাপট হয়ে, প্রবাসী বান্ধব সমাজসেবক, ব্যবসায়ী, শিল্পপতি,ইনভেস্টর ও কুটনৈতিক বিদদের তৎপরতা দেখা যাচ্ছে।
ইতিমধ্যে বিষয় গুলো নিয়ে সৌদিআরব বাংলাদেশী কমিউনিটির বিশেষ ব্যক্তিবর্গ ও সংবাদ কর্মীরা প্রত্যক্ষ-পরোক্ষভাবে কাজ করলেও অপহরণ চক্রের ভয়ঙ্কর রূপ-রেখাকে নিষ্ক্রিয় করা যাচ্ছে না, মনে হয় যেন ওরা আরো হিংস্র রূপে অপরাধের সাথে জড়িয়ে পড়ছে, তাই অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্যে দূতাবাসের মান্যবর ও প্রবাসী মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের সার্বিক সহযোগিতা কামনা করছেন সৌদিআরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম।
অনেক প্রবাসীর বক্তব্য—
“যারা প্রবাসীদের সমস্যায় সাড়া দেয় না, মাঠে নেমে উদ্যোগ নেয় না এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে ব্যর্থ—তারা দূতাবাসে থাকার যোগ্য নন।
প্রবাসীদের দাবি_ যারা সত্যিকারের সক্ষম, মানবিক, অভিজ্ঞ এবং প্রবাসীদের পাশে দাঁড়াতে পারবেন—শুধুমাত্র তারাই দূতাবাসে দায়িত্ব পাওয়ার উপযুক্ত।
দূতাবাসে সক্রিয় ও কার্যকর আইনি সহায়তা সেল প্রতিষ্ঠা ও জরুরি মামলা তদারকির জন্য দক্ষ কর্মকর্তা নিয়োগ করতে হবে,
*#প্রবাসীদের আশঙ্কা*;
বর্তমান পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে—
*#সৌদি আরবে বাংলাদেশি শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হতে পারে,*
*#দেশে রেমিট্যান্স প্রবাহে বড় ধাক্কা লাগতে পারে,*
বাংলাদেশ সরকারের প্রতি জরুরি আহ্বান_
প্রবাসীরা বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারকে অনুরোধ জানাচ্ছেন—
*1* রিয়াদে অপহরণ ও অপরাধ দমনে দ্রুত কূটনৈতিক ও আইনগত উদ্যোগ নেওয়া,
*2* দূতাবাসে আইনি সহায়তা সেল চালু করে তা বাস্তবভিত্তিক, সক্রিয় ও সহজলভ্য করণ,
*3* প্রবাসী ভুক্তভোগীদের নিরাপত্তা ও ন্যায়-বিচার নিশ্চিত করণ,
*4* দূতাবাসে অদক্ষ বা নিষ্ক্রিয় ব্যক্তিদের পরিবর্তন করে দায়িত্বশীল ও প্রবাসীবান্ধব কর্মকর্তাদের নিয়োগ,
প্রবাসীদের মতে, সময় থাকতে সঠিক পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে, যার বোঝা বহন করতে হবে দেশ ও দেশের প্রত্যেক শ্রেণীর মানুষকেই।