সংবাদ শিরোনাম
দৈনিক আমার কাগজ-এ নিয়োগ পেলেন তৈয়বুর রহমান। বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত। দৈনিক বর্তমান বাংলা’র মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে স্বরণ সিং নিয়োগপ্রাপ্ত। খানখানাবাদে গণভোট বিষয়ে গণসচেতনতামূলক প্রদর্শনী ও লিফলেট বিতরণ। টানা তৃতীয়বার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত পেকুয়ার সন্তান আবদুল খালেক। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদের স্মরণে দোয়া মাহফিল করেছে বন্ধুমহল। বিএনপির মনোনয়ন দৌড়ে শেষ পর্যন্ত জয়ী কামরুজ্জামান কামরুল। সাবেক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। দেশবরেণ্য নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণসভা করল চট্টগ্রাম সাংবাদিক সংস্থা রাজাবাড়িতে বিএনপির কর্মীদের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির অনুমোদন ​পেশাগত সুরক্ষা ও নৈতিক গণমাধ্যম চর্চায় নতুন দিগন্ত; সভাপতি মো. জানে আলম, সাধারণ সম্পাদক আবদুল্লা আল সাঈদ

রিপোর্টারের নাম / ৮৫ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার, সৈয়দ উসামা বিন শিহাব

​ব্রাহ্মণবাড়িয়া: গণমানুষের কণ্ঠস্বর ও সত্য প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে ‘বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব’-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির নতুন কাঠামো আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে সংগঠনটির শীর্ষ নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। এই অনুমোদনের মাধ্যমে জেলার সাংবাদিক সমাজে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং পেশাগত অগ্রযাত্রায় একটি সুসংগঠিত পথ উন্মোচিত হয়েছে।

​নেতৃত্বের অঙ্গীকার: সাংবাদিকতা জাতির প্রতি দায়বদ্ধতার প্রতিশ্রুতি

​ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান, যিনি একইসাথে দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার সম্পাদক। ভার্চুয়ালি যুক্ত ছিলেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আরঙ্গজেব কামাল এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার। এছাড়াও, মানবাধিকার নেতা ও কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি সেহলী পারভীনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠান উদ্বোধন করে প্রধান অতিথি খান সেলিম রহমান ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকতার অতীত ঐতিহ্য, বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, “সাংবাদিকতা শুধুই একটি পেশা নয়; এটি ন্যায়, সত্য, মানবিকতা এবং সমাজের প্রতি দায়িত্ববোধের নাম। ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির অনুমোদনের মাধ্যমে আমরা আশা করছি, এখানকার সংবাদকর্মীরা পেশাদারিত্ব, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতার মানদণ্ড আরও উঁচুতে নিয়ে যাবেন। জনগণের সমস্যাকে প্রাধান্য দিয়ে সাহসিকতার সঙ্গে সংবাদ তুলে ধরবেন।” তিনি সাংবাদিকদের উন্নয়ন, সুরক্ষা, প্রশিক্ষণ এবং অধিকার রক্ষায় কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

​নবঅনুমোদিত পূর্ণাঙ্গ কমিটি (২০২৫–২০২৭)

​অনুষ্ঠানে নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হয়। গুরুত্বপূর্ণ পদে যারা দায়িত্ব পেয়েছেন:

সভাপতি মো. জানে আলম

সহ-সভাপতি মো. আবুল কালাম ইউসুফ, মো. মাসেকুর রহমান

সাধারণ সম্পাদক আবদুল্লা আল সাঈদ

সহ-সাধারণ সম্পাদক সালমান হোসেন

সাংগঠনিক সম্পাদক মো. ছালেক আহাম্মেদ তারেক

অর্থ সম্পাদক মো. রুবেল মিয়া

দপ্তর সম্পাদক মো. খাদেমুল ইসলাম (জীবন)

প্রচার সম্পাদক আরিফ চৌধুরী

মহিলা বিষয়ক সম্পাদক সানজিদা বেগম

আইন বিষয়ক সম্পাদক জাহিদুল মনির

তথ্য ও গবেষণা সম্পাদক মো. সুফল আমিন

ক্রীড়া সম্পাদক সোহাগ মোল্লা শিমুল

ফুলেল শুভেচ্ছা ও অঙ্গীকারবদ্ধ পথচলা

নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে নেতৃবৃন্দ বলেন—

“সত্য সংবাদ প্রকাশের পথে বাধা আসবে, তবু থেমে থাকা যাবে না। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আর আমরা জনগণের কণ্ঠস্বর। ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির প্রতিটি সদস্য সেই দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবে।”

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা

নতুন কমিটি ব্রাহ্মণবাড়িয়াসহ সব উপজেলার সাংবাদিকদের সার্বিক উন্নয়নে যেসব কাজ করবে—

উপজেলা ইউনিটে প্রেসক্লাব কার্যক্রম সম্প্রসারণ

সাংবাদিকদের আইডি কার্ড বিতরণ ও ডাটাবেজ তৈরি

আইনগত সহায়তা ইউনিট চালু

জেলা সমস্যাভিত্তিক অনুসন্ধানী প্রতিবেদন উৎসাহনা

জরুরী ঘটনায় র‌্যাপিড রেসপন্স টিম

প্রবীণ সাংবাদিকদের সম্মাননা ও কল্যাণ তহবিল

ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট-চেকিং ট্রেনিং

এসব উদ্যোগ ইতোমধ্যে সাংবাদিক মহলে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।

সর্বশেষ অভিমত

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির এই অনুমোদনের মধ্য দিয়ে জেলার সাংবাদিকতা আরও সুসংগঠিত, গতিশীল এবং জনমুখী হবে—এমন প্রত্যাশা করছেন সবাই। নতুন নেতৃত্ব ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক সমাজকে নতুন আলোয় পথ দেখাবে—এমন বিশ্বাসও ব্যক্ত করেছেন গণমাধ্যম সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর