রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোঃ ইজারুল ফায়েজ ইয়াকুব। দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন।
পরিবারের সদস্য ও স্বজনরা জানিয়েছেন, হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর ইয়াকুব ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক হলেও চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন তাকে সুস্থ করে তোলার জন্য।

ঘটনার পরপরই খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে নেমে আসে শোক ও উদ্বেগের ছায়া। পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়াকুব ভাইয়ের দ্রুত আরোগ্যের জন্য দোয়া ও প্রার্থনা করছেন।
স্বজনরা সবাইকে অনুরোধ করেছেন, মোঃ ইজারুল ফায়েজ ইয়াকুব ভাইয়ের দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দোয়া করতে, যেন তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরে আসতে পারেন।