নিজস্ব প্রতিনিধি :
দৈনিক বর্তমান বাংলা পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে স্বরণ সিং নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের চা বাগান এলাকার চা শ্রমিক পরিবারের সন্তান। দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় যুক্ত থেকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি দৈনিক বর্তমান বাংলা পত্রিকার সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে তাঁর হাতে আনুষ্ঠানিক পরিচয়পত্র তুলে দেওয়া হয়। নতুন দায়িত্বে স্বরণ সিং “পত্রিকার নীতিমালা অনুসরণ করে দায়িত্বশীল সাংবাদিকতা করার প্রত্যয় ব্যক্ত করেন।”