বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ
৩ডিসেম্বর ২০২৫ইং বুধবার।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি হাট চেয়ারম্যান মার্কেটে আজ বুধবার বিকেলে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আয়োজনে: ৭নং দেওপাড়া ইউনিয়নের বিএনপির কর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবু মুসা খুররুম। তিনি দোয়া মাহফিলে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানান এবং দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন।

দোয়া মাহফিল শেষে প্রায় পাঁচ শতাধিক গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুর রউফ, বাবলু, সাবান, আক্কাস মেম্বার, হালিম মাস্টার, রউফ মেম্বার, ওবায়দুল, ববি, নয়ন, অচিন, পারভেজ, সেলিমসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।