নিজস্ব প্রতিবেদক, রংপুর
’ক্যাম্পাস আমার, পরিষ্কার রাখার দায়িত্ব আমার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কারমাইকেল কলেজে এক বর্ণাঢ্য পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গ্রীন ভয়েস, কারমাইকেল কলেজ শাখার আয়োজনে “ক্যাম্পাসের প্লাস্টিক পলিথিন পরিচ্ছন্নতাকরণ অভিযান ২০২৬” সফলভাবে সম্পন্ন হয়।
সকালে কলেজ প্রাঙ্গণে এই অভিযানের শুভ উদ্বোধন করেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আবুল হোসেন মন্ডল। উদ্বোধনকালে তিনি বলেন, “একটি সুস্থ ও সুন্দর পরিবেশই পারে শিক্ষার্থীদের সৃজনশীল মেধার বিকাশ ঘটাতে। প্লাস্টিক ও পলিথিন বর্জ্যমুক্ত ক্যাম্পাস গড়তে গ্রীন ভয়েসের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: হাবিবুর রহমান। এছাড়াও শিক্ষক ও সুধীজনদের মধ্যে উপস্থিত ছিলেন: জনাব মোঃ মাহমুদুল হাসান সাগর, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ। জনাব মো: বুলবুল আহমেদ, সহযোগী অধ্যাপক, মার্কেটিং বিভাগ।
জনাব মো: এম এ রউফ, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। জনাব মো: মনিরুল হক প্রধান, আহবায়ক, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, কেন্দ্রীয় কমিটি।
পরিচ্ছন্নতা অভিযানে গ্রীন ভয়েসের সদস্যদের পাশাপাশি কারমাইকেল কলেজ রোভার স্কাউট গ্রুপ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে শিক্ষার্থীরা কলেজের বিভিন্ন চত্বর, খেলার মাঠ, রাস্তার ধারে এবং একাডেমিক ভবন সংলগ্ন এলাকা থেকে প্লাস্টিক বোতল, চিপসের প্যাকেট ও ক্ষতিকর পলিথিন বর্জ্য সংগ্রহ করেন। সংগৃহীত বর্জ্যগুলো পরবর্তীতে নির্ধারিত স্থানে অপসারণের মাধ্যমে ক্যাম্পাসকে দূষণমুক্ত করার অঙ্গীকার করা হয়।
এসময় বক্তারা গ্রীন ভয়েসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, কেবল একদিনের কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা বছর ক্যাম্পাসকে পরিষ্কার রাখার এই মানসিকতা শিক্ষার্থীদের মাঝে বজায় রাখতে হবে। পরিবেশ রক্ষায় প্লাস্টিকের বিকল্প ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন তারা।