সংবাদ শিরোনাম
দৈনিক আমার কাগজ-এ নিয়োগ পেলেন তৈয়বুর রহমান। বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত। দৈনিক বর্তমান বাংলা’র মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে স্বরণ সিং নিয়োগপ্রাপ্ত। খানখানাবাদে গণভোট বিষয়ে গণসচেতনতামূলক প্রদর্শনী ও লিফলেট বিতরণ। টানা তৃতীয়বার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত পেকুয়ার সন্তান আবদুল খালেক। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদের স্মরণে দোয়া মাহফিল করেছে বন্ধুমহল। বিএনপির মনোনয়ন দৌড়ে শেষ পর্যন্ত জয়ী কামরুজ্জামান কামরুল। সাবেক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। দেশবরেণ্য নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণসভা করল চট্টগ্রাম সাংবাদিক সংস্থা রাজাবাড়িতে বিএনপির কর্মীদের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা সফল করতে বাঁশখালীতে প্রস্তুতিমূলক সভা

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি  / ১৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি 

 

চট্টগ্রামের শ্রীঙ্গন খ্যাত বাঁশখালীর ঐতিহ্যবাহী ঋষিধামে অনুষ্ঠিতব্য দেশের সর্ববৃহৎ সনাতনী ধর্মীয় সমাবেশ দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা সফল ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বাঁশখালী অফিসার্স ক্লাবের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামশেদুল আলম।

সভায় মেলা চলাকালীন সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, স্বাস্থ্যসেবা প্রদান, স্যানিটেশন ব্যবস্থাপনা, বিদ্যুৎ সরবরাহ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং দর্শনার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে দেশ-বিদেশ থেকে আগত সাধু-সন্ন্যাসী ও ভক্তবৃন্দের নিরাপদ অবস্থান ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন, বাঁশখালী আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আবু সায়েদ রাইয়ান, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ সাইফুল্লাহ, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌফিকুল আলম, পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম মো. আতিকুর রহমান, ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মিজানুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন ঋষিকুম্ভ ও কুম্ভমেলা পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট অনুপম বিশ্বাস, সদস্য সচিব লায়ন চন্দ্রশেখর মল্লিক, অর্থ সম্পাদক তড়িৎ গুহ, কালীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, ঝুন্টু কুমার দাশসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, মেলা আয়োজক কমিটির সদস্য এবং ঋষিধাম সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক এ ধর্মীয় সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ে একটি সুসমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সভায় বক্তারা বলেন, ঋষিকুম্ভ ও কুম্ভমেলা কেবল একটি ধর্মীয় আয়োজন নয়; এটি সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐতিহ্য ও সহাবস্থানের এক উজ্জ্বল নিদর্শন। তাই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য।

উল্লেখ্য, চট্টগ্রামের বাঁশখালীর ঋষিধামে অনুষ্ঠিতব্য এ ঋষিকুম্ভ ও কুম্ভমেলা দেশের সর্ববৃহৎ সনাতনী ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত। আগামী ২৩ জানুয়ারি শুক্রবার সকাল ৮টায় ঋষিধাম প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মহাশোভাযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হবে। এতে দেশ-বিদেশ থেকে বিপুলসংখ্যক ভক্ত, সাধু-সন্ন্যাসী ও দর্শনার্থীর আগমনের সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর