চাঁদপুরের জেলা শহর থেকে শুরু করে উপজেলার জনগুরুত্বপূর্ণ সড়কগুলোতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে স্থাপিত আধুনিক স্ট্রিট লাইট ও সোলার সড়ক বাতির অধিকাংশই বর্তমানে অচল হয়ে পড়েছে। একসময় এসব বাতিতে আলোকিত ছিল শহর ও গ্রামীণ জনপথ।
কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে এখন সড়কগুলো অন্ধকারে ঢেকে যাওয়ায় জনসাধারণের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদপুর জেলার বিভিন্ন সড়কে শত শত আধুনিক সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছিল। প্রথমে পুরো এলাকা আলোকিত থাকলেও বর্তমানে অধিকাংশ বাতি আর জ্বলছে না। এতে রাতে যানবাহন চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, বাড়ছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি। পাশাপাশি চুরি-ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ডও বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ রয়েছে।