চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল বাজারে অবস্থিত দেশ আইডিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে বার্ষিক পরীক্ষা–২০২৫ এর ফলাফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং এসএসসি–২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অত্যন্ত মর্যাদাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আয়ান পার্ক, চাম্বল বাজারে আয়োজিত এই অনুষ্ঠানটি দুই অধিবেশনে সম্পন্ন হয়। সকাল ৯টায় শুরু হওয়া প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
দ্বিতীয় অধিবেশন শুরু হয় দুপুর ১২টায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বিএনপির মনোনীত প্রার্থী, চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশ আইডিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোহাম্মদ জাফরুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মোহাম্মদ মুজিবুর রহমান (ডেপুটি অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ),
অ্যাডভোকেট মোহাম্মদ হেলাল বিন মনজুর (চট্টগ্রাম জজ কোর্ট),
অধ্যাপক আজিজুর রহমান (সাবেক অধ্যক্ষ, সরকারি আলাওল ডিগ্রি কলেজ),
অ্যাডভোকেট রায়হান সোবহান (বাংলাদেশ সুপ্রিম কোর্ট),
মাওলানা আরিফ উল্লাহ (অধ্যক্ষ, মৌলভীবাজার ফারুকীয়া সিনিয়র মাদ্রাসা, পেকুয়া),
আলী নেওয়াজ চৌধুরী ইরান (বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী)সহ আরও বহু গুণীজন, সমাজসেবক, শিক্ষানুরাগী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক নেওয়াজ মোহাম্মদ হিরু (সরকারি আলাওল ডিগ্রি কলেজ ও সদস্য সচিব, দেশ আইডিয়াল স্কুল এন্ড কলেজ)।
অনুষ্ঠানের মূল পর্বে বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং এসএসসি–২০২৬ পরীক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং নৈতিকতা, শৃঙ্খলা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন দেশ আইডিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোহাম্মদ জাফরুল হক।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আককাস রহমান শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, “দেশপ্রেম ঈমানেরই একটি অঙ্গ”—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, পরীক্ষায় সাফল্য এবং প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনা করা হয়।