সংবাদ শিরোনাম
দৈনিক আমার কাগজ-এ নিয়োগ পেলেন তৈয়বুর রহমান। বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত। দৈনিক বর্তমান বাংলা’র মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে স্বরণ সিং নিয়োগপ্রাপ্ত। খানখানাবাদে গণভোট বিষয়ে গণসচেতনতামূলক প্রদর্শনী ও লিফলেট বিতরণ। টানা তৃতীয়বার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত পেকুয়ার সন্তান আবদুল খালেক। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদের স্মরণে দোয়া মাহফিল করেছে বন্ধুমহল। বিএনপির মনোনয়ন দৌড়ে শেষ পর্যন্ত জয়ী কামরুজ্জামান কামরুল। সাবেক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। দেশবরেণ্য নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণসভা করল চট্টগ্রাম সাংবাদিক সংস্থা রাজাবাড়িতে বিএনপির কর্মীদের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১০:১০ অপরাহ্ন

চট্টগ্রাম বিভাগ ছাড়িয়ে বৈশ্বিক বিস্তার—এসএসসি ’৯১ ব্যাচ এখন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে

মোঃ শহিদুল ইসলাম বিশেষ সংবাদদাতাঃ / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ সংবাদদাতাঃ

চট্টগ্রাম বিভাগের এসএসসি ’৯১ ব্যাচের ৮৮০০ (চলমান) সদস্যের বিশাল পরিবার গতকাল পারকি বীচের লুসাই পার্কে আয়োজিত চড়ুইভাতি উৎসবে এক অসাধারণ মহামিলনমেলায় পরিণত হয়েছে। শুধু একটি বিনোদনমূলক অনুষ্ঠান নয়—এ যেন তিন দশকের বন্ধুত্ব, স্মৃতি এবং মানবিক বন্ধনে গড়ে ওঠা এক সামাজিক শক্তির মহাসমাবেশ।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উদ্যাপন কমিটির আহ্বায়ক ও সাধারণ পরিষদের সভাপতি নূর উদ্দিন জাহেদের সভাপতিত্বে এবং মানবিক পরিষদের সভাপতি লায়ন মোহাম্মদ আনোয়ারুল আজিম চৌধুরীর সঞ্চালনায়।পুরো আয়োজনজুড়ে ছিল সুসংগঠিত সার্বিক সমন্বয়—যা ৯১ ব্যাচের সংগঠিত শক্তির প্রমাণ বহন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্রিয়েটর ও এডমিন প্যানেল প্রধান মোহাম্মদ আনিছুল চৌধুরী। তিনি সংগঠনের তিন দশকের যাত্রা, মানবিক কার্যক্রম এবং আগামীর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

এছাড়াও উপদেষ্টা পরিষদের বিশিষ্ট সদস্যগণ —হিল্লোল বিশ্বাস, আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু, এড. তৈয়ব ইব্রাহিম, শরফ উদ্দিন চৌধুরী বাহার, এড. তাহমিনা সুলতানা, রায়হান ফকির, মাহবুব আলম, শফিকুর রহমান চৌধুরী, তুষার কান্তি রায়, শফিউল আলম, শেখ ফরিদ, আশরাফ সেলিম, এড. মোঃ তারেক, জসিম উদ্দিন, সাইফুদ্দিন, মোঃ মোরশেদ কামাল, প্রদীপ চৌধুরী, রুপম রায়, রবিউল হোসেন চৌধুরী, সরোয়ার আলম, আলহাজ্ব শফিক উদ্দিন আহমেদ, মাষ্টার সেলিম—উপস্থিত থেকে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন।

সাধারণ পরিষদ, মানবিক পরিষদ এবং এডমিন প্যানেলের একতাবদ্ধ ঘোষণা,সাধারণ পরিষদের সাধারণ সম্পাদক আবদুল আলীম,মানবিক পরিষদের সাধারণ সম্পাদক তৈয়ব তাহের,সহ-সভাপতি আইরিন মনীষা,এবং সহ-সভাপতি ও এডমিন সদস্য এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) তাদের বক্তব্যে সংগঠনের উন্নয়ন, মানবিক উদ্যোগ এবং বৃহত্তর সাংগঠনিক লক্ষ্যের ওপর আলোকপাত করেন।

এডমিন প্যানেলের সক্রিয় সদস্যগণসহ বিভিন্ন উপকমিটির প্রতিনিধিরা এক বাক্যে স্বীকার করেন—এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগ আজ শুধু একটি ব্যাচ নয়;এটি একটি শক্তিশালী সামাজিক প্ল্যাটফর্ম।দেশজুড়ে ও প্রবাসীদের অংশগ্রহণ—৯১ ব্যাচের বৈশ্বিক পরিচয় অনুষ্ঠানে শুধু চট্টগ্রাম বিভাগের নয়—দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৯১ ব্যাচের বন্ধু–বান্ধবীরাও অংশ নেন।

সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো—বর্তমানে সংগঠনের ৮৮০০ সদস্যের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী সদস্যরাও সম্মিলিতভাবে এই প্ল্যাটফর্মকে আরও বৈশ্বিক পরিসরে বিস্তারের প্রস্তাব দেন। সবাই হাত তুলে একসঙ্গে সম্মতি দেন— এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের সংগঠন সামনে আরও বৃহৎ রূপে, আন্তর্জাতিক পরিসরে বিস্তৃত হবে।

দিনব্যাপী অনুষ্ঠানজুড়ে ছিল নাচ,গান,গেমস এবং প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা। বক্তাদের বক্তব্যে বহুজন স্মৃতিচারণে আবেগাপ্লুত হয়ে পড়েন—স্কুলজীবনের সেই সোনালি দিন, বন্ধুত্ব, ক্লাসরুম, মাঠ—সব যেন আবার ফিরে আসে। সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যাক্তি ও গ্রুপকে স্মারক সম্মাননা প্রদান করা হয়। এরপর জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা লুসাই পার্ককে রঙিন করে তোলে।

অনুষ্ঠানের সভাপতি নূর উদ্দিন জাহেদ সমাপনী বক্তব্যে বলেন—“এসএসসি ’৯১ ব্যাচের ঐক্য, মানবিকতা ও ভালোবাসাই এই বিশাল প্ল্যাটফর্মের শক্তি। আগামী দিনে আমরা আরও বৃহৎ আয়োজন ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখতে চাই।”এবং এই ঘোষণা উপস্থিত হাজারো সদস্যের করতালিতে সমর্থন পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর