রবিউল আলম মুজাহিদ-সহ-সম্পাদক: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কেশরাঙ্গায় অবস্থিত কেশরাঙ্গা আদর্শ হাফেজিয়া সুন্নিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং সম্প্রতি আবাসিক শিক্ষার্থীদের জন্য নতুন সাপ্তাহিক খাদ্যতালিকা প্রকাশ করেছে। নিয়মিত, স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবারের এই তালিকা প্রকাশের পর থেকেই অভিভাবকদের মাঝে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে ছেলেমেয়েদের এখানে ভর্তি করানোর বিষয়ে।
প্রকাশিত খাদ্যসূচিতে প্রতিদিনের নাশতা, দুপুর ও রাতের খাবারে বৈচিত্র্য রাখা হয়েছে—
– শনিবার: সবজি ভাজি, ডিম; দুপুরে ভর্তা-ভাত ও মাছের মাথা; রাতে একই মেনু।
– রবিবার: আলুর ভর্তা, ডাল; দুপুরে মুরগির ঝোল; রাতেও মুরগির ঝোল ও ডাল।
– সোমবার: ভাত-ডাল; দুপুর ও রাতে মাছ তরকারি।
– মঙ্গলবার: সবজি ভাজি, ডিম; দুপুরে সবজি ভাত; রাতে ডিম ভাজি।
– বুধবার: আলুর ভর্তা-ডাল; দুপুরে মুরগির ঝোল; রাতে একই মেনু।
– বৃহস্পতিবার: আলুর ভর্তা-ডাল; দুপুরে মাছ; রাতে মাছ তরকারি।
– শুক্রবার: সেমাই/নুডলস; দুপুরে বিশেষ মেনু—মুরগি বা গরুর মাংস; রাতে ভর্তা-ডাল-ভাত।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীর সংখ্যা ও বাজারমূল্যের পরিবর্তন অনুযায়ী মেনুতে সামান্য পরিবর্তন হতে পারে, তবে পুষ্টি ও স্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।
অভিভাবকদের উদ্দেশ্যে বিশেষ বার্তায় বলা হয়েছে—ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিশুদের চরিত্র গঠন, জীবনদর্শন ও শুদ্ধ চিন্তা-চেতনার বিকাশ ঘটে। ইসলামি শিক্ষা কোনো বাধা নয়; বরং আধুনিক শিক্ষার পাশাপাশি সঠিক মূল্যবোধসম্পন্ন করে গড়ে তোলে। এ কারণে ছেলেমেয়েদের ইসলামী পরিবেশে মানুষ করতে অনেক অভিভাবক এখন মাদ্রাসাটিকে প্রথম পছন্দ হিসেবে বিবেচনা করছেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ সকল অভিভাবককে তাঁদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে এ প্রতিষ্ঠানে ভর্তি করানোর আহ্বান জানিয়েছে।
বিঃদ্রঃ- গরীব, অসহায় ও এতিম ছাত্রদের জন্য বিশেষ সুযোগ সুবিধা রয়েছে, এবং সুন্নী নূরানী কিন্ডার গার্ডেনে প্লে থেকে তৃতীয় জামত পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে। আবাসিক আসন সংখ্যা ২০ এবং অনাবাসিক ৫০ তাই ভর্তির জন্য দ্রুত যোগাযোগ করুন। ০১৭০৬৬২০৮৯৯.