ফরিদপুরের সালথায় দু,পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত এবং বাড়িঘর ভাংচুর।
জাহিদ হোসেন মোল্যা। ফরিদপুর।
/ ৪০
বার দেখা হয়েছে
আপডেট:
সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
শেয়ার করুন
জাহিদ হোসেন মোল্যা। ফরিদপুর।
ফরিদপুর সালথায় দু,পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত এবং বাড়িঘর ভাঙচুর করাহয়েছে।আজ সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় উপজেলার রামকান্ত পুর গ্রামে সংঘটিত হয়।আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্হানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গ্রাম্য আধিপত্য নিয়ে রামকান্তপুর গ্রামের কুদ্দুছ তালুকদার(৬০) পিতা মৃত আনোয়ার তালুকদার এর সমর্থকদের সাথে প্রতিপক্ষ উসমান তালুকদার(৫৫)পিতা মৃত রকন তালুকদার এর সমর্থকদের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দেশিয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কী- ভেলা ও ইটপাটকেল নিয়ে দুই ঘন্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ সংঘর্ষে ইটের আঘাতে উভয় দলের অন্তত ১৫ জন আহত হয়। আহত কয়েকজনকে বোয়ালমারী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সালথা থানার তদন্ত ওসি মোঃ মারুফ হাসান রাসেল বলেন, রামকান্তপুরে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে সক্ষম হই। এলাকা শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।