সংবাদ শিরোনাম
দৈনিক আমার কাগজ-এ নিয়োগ পেলেন তৈয়বুর রহমান। বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত। দৈনিক বর্তমান বাংলা’র মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে স্বরণ সিং নিয়োগপ্রাপ্ত। খানখানাবাদে গণভোট বিষয়ে গণসচেতনতামূলক প্রদর্শনী ও লিফলেট বিতরণ। টানা তৃতীয়বার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত পেকুয়ার সন্তান আবদুল খালেক। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদের স্মরণে দোয়া মাহফিল করেছে বন্ধুমহল। বিএনপির মনোনয়ন দৌড়ে শেষ পর্যন্ত জয়ী কামরুজ্জামান কামরুল। সাবেক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। দেশবরেণ্য নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণসভা করল চট্টগ্রাম সাংবাদিক সংস্থা রাজাবাড়িতে বিএনপির কর্মীদের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর

রিপোর্টারের নাম / ২১৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তিনি সাবেক গর্ভনর আবদুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন জারি হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের ১৩তম গভর্নর আহসান এইচ মনসুর গণমাধ্যমকে বলেন, ‘সরকারকে ধন্যবাদ। নতুন দায়িত্ব, কিছুটা চ্যালেঞ্জিংও বটে। তবে সবাইকে নিয়েই আমি নিষ্ঠার সাথে কাজ করব।’
বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত সর্বোচ্চ বয়সসীমা ছিল ৬৭ বছর। কিন্তু আহসান এইচ মনসুরের বয়স ৭২ বছর আট মাস। ফলে বাংলাদেশ ব্যাংক অর্ডার অনুযায়ী আহসান এইচ মনসুর গভর্নর পদে নিয়োগ পেতে পারেন না। ফলে তাকে নিয়োগ দিতে সরকারকে ওই অর্ডার সংশোধন করতে হয়েছে। সেখানে তুলে দেয়া হয়েছে গভর্নর পদে নিয়োগের বয়সসীমা। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মঙ্গলবার রাতে আহসান মনসুরকে নিয়োগ দিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে, ২০২০ সালের জুলাই মাসে সাবেক গভর্নর ফজলে কবিরকে দ্বিতীয় দফায় নিয়োগ দেয়ার জন্য প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংক আইন সংশোধন করা হয়েছিল। আহসান এইচ মনসুর কর্মজীবনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন। পরে ১৯৮১ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে যোগ দেন। ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত সরকারের আর্থিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ড. মনসুর প্রাথমিকভাবে ১৯৯১ সালে বাংলাদেশে মূল্য সংযোজন করের সফল প্রবর্তনের সাথে জড়িত ছিলেন। আইএমএফ থেকে অবসর গ্রহণের পর তিনি বাংলাদেশ পলিসি রিসার্চ ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক এবং নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর