ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় এক নারীকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। দীর্ঘ একুশ বছর ধরে এক প্রবাসী পরিবারের সংসার তছনছ করে প্রতারণা, মিথ্যা মামলা ও অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
অভিযোগে জানা যায়, অভিযুক্ত নারী দীর্ঘ ১৭ বছর ধরে এক সৌদি প্রবাসীর সংসারে বসবাস করলেও গোপনে অন্য এক ছেলেকে বিয়ে করে। বিষয়টি প্রকাশ পেলে তিনি উল্টো ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেন। আরও অভিযোগ, ওই নারী প্রবাসীর বাড়িতে বাইরের মেয়েদের এনে পতিতালয়ে পরিণত করার চেষ্টা করে। এলাকাবাসী ও পরিবার বাধা দিলে তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিনিয়ত হয়রানির পথে হাঁটেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শুধু ওই নারীই নন—তার মা এবং ছোট বোন ইসমত আরা ইতিও একই ধরনের প্রতারণা ও সংসার ভাঙার কাজে জড়িত। এমনকি এ বিষয়ে ইতিমধ্যেই একটি প্রতিবেদন বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত হয়েছে।
এলাকাবাসীর দাবি, এই নারী কখনো আওয়ামী লীগের স্থানীয় নেতাদের, কখনো বিএনপির, আবার কখনো জামায়াতে ইসলামের নাম ভাঙিয়ে বিভিন্ন সময় রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন। ফলে ভুক্তভোগীরা প্রকৃত বিচার থেকে বঞ্চিত হয়ে আসছেন।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বলা হয়,
“আমরা দিন আনি দিন খাই সাধারণ মানুষ। অথচ এই প্রতারক নারীর মিথ্যা মামলার কারণে আমাদের পরিবার দীর্ঘদিন ধরে হয়রানির শিকার। আমরা প্রশাসনের কাছে দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”
অভিযুক্ত নারীর আগের সংসারে তিনটি ছেলে-মেয়েও রয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের প্রতারণা ও অপকর্ম চালাতে না পারে।