
নিজস্ব প্রতিবেদক:-শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জিয়া সাইবার ফোর্স বগুড়া জেলা শাখার উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বাদ মাগরিব বগুড়া শহরের আলিমুল কুরআন সিরাজউদ্দিন হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানায় এ ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়। দোয়া শেষে মাদ্রাসার এতিম শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনিরা জাহান খান।
দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জিয়া সাইবার ফোর্স বগুড়া জেলা শাখার সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মার্জান আহাদ।
তিনি বলেন,“মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান—দেশ যখনই সংকটময় পরিস্থিতিতে পড়েছে, তখনই তিনি ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন। তাঁর আদর্শ ও নৈতিকতা অনুসরণ করলেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব।”
এসময় আরও বক্তব্য রাখেন জিয়া সাইবার ফোর্স বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মানিক এবং যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিউর রহমান ওয়াসি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন আবুল কালাম, চৈতী, ফারজানা খাতুন, এনামুল শেখসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
খতমে কোরআন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকো, জিয়া পরিবার এবং দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম।