নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামঃ
গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় আপসহীন ছিলেন খালেদা জিয়া: আবু সুফিয়ান
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, সাংবাদিকদের অকৃত্রিম বন্ধু ও দেশবরেণ্য নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চট্টগ্রামে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সাংবাদিক সংস্থা ও বাংলাদেশ নাগরিক সমাজের যৌথ আয়োজনে রোববার (১৮ জানুয়ারি) সকালে নগরীর আজাদী গলি বৈঠকখানা কমিউনিটি সেন্টারে এ স্মরণসভার আয়োজন করা হয়।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-০৯ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্বের প্রতীক। দেশ ও রাষ্ট্রের সংকটময় মুহূর্তে তিনি কখনো আপস করেননি। তার ত্যাগ, রাজনৈতিক প্রজ্ঞা ও দেশপ্রেম আজও আমাদের পথ দেখায়। সেই আদর্শকে ধারণ করেই তার সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এগিয়ে চলছে।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের অভিভাবক। তিনি সকল দল-মতের ঊর্ধ্বে। রাজনৈতিক উত্তরাধিকার আর জন্মসূত্রের উত্তরাধিকার এক নয়। রাজনৈতিক দল কোনো ব্যক্তি বা পরিবারের একক সম্পত্তি নয়।
তিনি মরহুমা খালেদা জিয়ার সাংবাদিকবান্ধব ভূমিকার কথাও তুলে ধরে তিনি বলেন, ১৯৯৫ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রাম প্রেসক্লাবের জন্য ১৫ লাখ টাকা অনুদান দিলেও আজও তাকে প্রেসক্লাবের পক্ষ থেকে যথাযথ সম্মাননা দেওয়া হয়নি—এটি দুঃখজনক।
চট্টগ্রাম সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক ও কলামিস্ট ওসমান এহতেসাম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সাবেক কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আছু, সাবেক কাউন্সিলর আবদুল মালেক, দক্ষিণ পশ্চিম বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রফিকুল ইসলাম, সাংবাদিক ইয়াকুব আলী এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর সবুর খান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মোঃ জাহেদ হোসেন খান। এসময় স্বাগত বক্তব্য রাখেন কার্যনির্বাহী সদস্য ও সাংস্কৃতিক সংগঠক প্রণবরাজ বড়ুয়া ও জাহাঙ্গীর আলম।
এসময় বিভিন্ন গণমাধ্যমকর্মী, পেশাজীবী ও রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট হেলাল উদ্দিন, চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও সাবেক সমাজসেবা সম্পাদক রোকসারুল ইসলাম, আবদুল মালেক (দৈনিক ভোরের পাতা), মোঃ ওমর ফারুক (দৈনিক মানবকণ্ঠ), মো. মাসুদ (দৈনিক দেশের কথা), ইমাম হোসেন জীবন (দৈনিক লাখো কণ্ঠ), তুষার দাশ (দৈনিক ইনফো বাংলা), আনিছুর রহমান (দৈনিক বিজয় বাংলাদেশ), আলতাফ হোসেন (দৈনিক গণতদন্ত), জুলাইযোদ্ধা মো. সেলিম রেজা, মোঃ সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা দিদার আলী, মোঃ খোকনসহ অনেকে।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি আবু সুফিয়ান ও স্মরণসভার সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের উপদেষ্টা মইনুদ্দীন কাদেরী শওকতকে চট্টগ্রাম সাংবাদিক সংস্থার উপদেষ্টা হিসেবে চিঠি প্রদান করা হলে তারা সম্মতি প্রদান করেন।