
সাহিত্য সংস্কৃতি বিনোদন জীবন যাত্রার গুরুত্বপূর্ণ একটি অংশ।
প্রবাস মানে আপনজন ছেড়ে অনিশ্চিত স্বপ্নের সাথে পাল্লা দিয়ে পরিবারদের খুশি রাখার পরিকল্পনা।
কখনো কখনো কাজের একঘেঁয়েমিতে শারীরিক মানসিক ও পারিবারিক অস্বস্তিকর পরিস্থিতির মাধ্যমেও প্রবাসের অবসর সময়টা হতাশায় নিমজ্জিত হয়ে যায়।
ফলে কাজের একঘেঁয়েমিতে শরীর ও মনের ক্লান্তি দূর করতে আয়োজন করেন বাংলাদেশী “প্রবাস বাউল ফোক ব্যান্ডের শিল্পীগোষ্ঠী গানের আসর।
অনুষ্ঠানটি রিয়াদস্থ সোলাই ১৮নং এক্সিট এ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন সৌদিআরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সহ-সভাপতি রোটারিয়ান সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয়।
সার্বিক কার্যক্রমে ছিলেন ব্যান্ড ম্যানেজার অহিদুল মোল্লা।
ব্যান্ড সহযোগীদের মধ্যে ছিলেন_
রিয়াদের ব্যান্ডগুরু জামশেদ রানা,
বাঁশি শিল্পী নয়ন, কিবোর্ডে রাসেল, প্যাডে ছিলেন পাভেল,ঢোলে হৃদয়,
এতে বাউল গানের মাধ্যমে হাজারো প্রবাসীদের মুখরিত করে তোলেন, শিল্পী তানিশা, শিল্পী আকিলা, শিল্পী ইস্রাত, বাংলাদেশ থেকে আগত শাহজাদা ও ইমন বাউল সহ এক ঝাঁক শিল্পীগোষ্ঠী।
অনুষ্ঠানটি সফলতার সহযোগিতায় ছিলেন_ফ্রেন্ডি সিম,সান সিটি পলিক্লিনিক,প্রাণ ও উড খালিজ এন্ড মাহবুব পারফিউম।