সংবাদ শিরোনাম
দৈনিক আমার কাগজ-এ নিয়োগ পেলেন তৈয়বুর রহমান। বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত। দৈনিক বর্তমান বাংলা’র মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে স্বরণ সিং নিয়োগপ্রাপ্ত। খানখানাবাদে গণভোট বিষয়ে গণসচেতনতামূলক প্রদর্শনী ও লিফলেট বিতরণ। টানা তৃতীয়বার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত পেকুয়ার সন্তান আবদুল খালেক। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদের স্মরণে দোয়া মাহফিল করেছে বন্ধুমহল। বিএনপির মনোনয়ন দৌড়ে শেষ পর্যন্ত জয়ী কামরুজ্জামান কামরুল। সাবেক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। দেশবরেণ্য নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণসভা করল চট্টগ্রাম সাংবাদিক সংস্থা রাজাবাড়িতে বিএনপির কর্মীদের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

বাগেরহাটের ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে টানা ৪ দিনের কর্মসূচি পালন করা হবে

মোঃ ইকরামুল হক রাজিব বিশেষ প্রতিনিধি / ৪০ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ ইকরামুল হক রাজিব
বিশেষ প্রতিনিধি

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা জুড়ে টানা ৪ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শনিবার ৬ সেপ্টেম্বর সকালে বাগেরহাট জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির গোলটেবিলের বৈঠকে নেতাকর্মীরা দ্বিতীয় দফায় বাগেরহাটে চারটি আসন পূর্ণবহালের দাবিতে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দিয়েছেন ।

কর্মসূচি –
৮ সেপ্টেম্বর সোমবার সকাল-সন্ধ্যা হরতাল
৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিক্ষোভ মিছিল
১০-১১ সেপ্টেম্বর বুধ-বৃহস্পতিবারহরতাল পালন করা হবে
উল্লেখ্য গত ২৪ আগস্ট খুলনা বাগেরহাট মহাসড়কের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, খুলনা-মাওয়া মহাসড়কের নওয়াপাড়া, কাটাখালি, মোল্লাহাট সেতু, বাগেরহাট পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজার, খুলনা মোংলা মহাসড়কের ফয়লা, মোংলা বাসস্ট্যান্ড সহ জেলার অন্তত দশটি স্থানে সড়কের উপর গাড়ি ও বেঞ্চ রেখে দল মত নির্বিশেষে অবরোধ কর্মসূচি পালন করেন , বাগেরহাট জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।

এতে বাগেরহাট জেলার অন্য সকল স্থানের যোগাযোগ ও রাজধানী থেকে বাগেরহাট জেলার সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এতে মোংলা বন্দর অচল অর্থনৈতিক মারাত্মক হুমকির মুখে পড়ে। এছাড়া ব্যবসায়ী ও দোকানদাররা সকল যানবাহনের চালকেরা স্বতঃস্ফূর্তভাবে এই হরতাল অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এবারের টানা ৪ দিনের কর্মসূচিতে জেলার সর্বস্তরের জনগণের দাবির স্বপক্ষে অবস্থান নিয়ে হরতাল ও অবরোধ সফল করতে হবে। সরকারি বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা সকল প্রতিষ্ঠান এছাড়া মোংলা বন্দর এলাকার বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান একযোগে বন্ধ রাখতে হবে। বাগেরহাট জেলার জনগণের একটাই দাবি নির্বাচন কমিশন আমাদের দাবি মেনে নিয়ে বাগেরহাটের ৪টি আসন ফিরিয়ে দিতে হবে।

আমাদের মৌলিক অধিকার হরণ করে গত ৩০ জুলাই নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি বাগেরহাট জেলার চারটি আসন কমিয়ে তিনটি আসন করার প্রস্তাব দিলে জেলার সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে ওই প্রস্তাব বাতিল ও চারটি আসন বহল রাখার দাবিতে আন্দোলন সংগ্রাম চালিয়েছিলেন নির্বাচন কমিশন কর্ণপাত না করে।

আসন কমানো অথবা বহাল রাখার বিষয়ে ২৫ আগস্ট নির্বাচন কমিশনের দপ্তরে শুনানী শেষে গাজীপুরে একটি আসন বাড়ানো বাগেরহাটে একটি আসন কমিয়ে ৩০০ আসনের গেজেট প্রকাশ করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর