সংবাদ শিরোনাম
দৈনিক আমার কাগজ-এ নিয়োগ পেলেন তৈয়বুর রহমান। বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত। দৈনিক বর্তমান বাংলা’র মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে স্বরণ সিং নিয়োগপ্রাপ্ত। খানখানাবাদে গণভোট বিষয়ে গণসচেতনতামূলক প্রদর্শনী ও লিফলেট বিতরণ। টানা তৃতীয়বার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত পেকুয়ার সন্তান আবদুল খালেক। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদের স্মরণে দোয়া মাহফিল করেছে বন্ধুমহল। বিএনপির মনোনয়ন দৌড়ে শেষ পর্যন্ত জয়ী কামরুজ্জামান কামরুল। সাবেক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। দেশবরেণ্য নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণসভা করল চট্টগ্রাম সাংবাদিক সংস্থা রাজাবাড়িতে বিএনপির কর্মীদের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

১৮ বছর পর ইসি’র চাকুরি ফিরে পেলেন বাঁশখালীর সন্তান মোহাম্মদ কামাল উদ্দিন।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি। / ১১২ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

রাজনৈতিক প্রতিহিংসায় হারানো বাংলাদেশ নির্বাচন কমিশনের চাকুরি ১৮ বছর পর ফিরে পেয়েছেন বাঁশখালীর সন্তান মোহাম্মদ কামাল উদ্দিন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গত ২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের রায়ের প্রেক্ষিতে তিনি গত ১২ আগস্ট ২০২৫ তারিখে ঢাকা আগারগাঁওস্থ বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে সিনিয়র সহকারী সচিব পদে যোগদান করেন। কামাল উদ্দিন ২০০৫ সালে নির্বাচন কমিশনে সহকারী সচিব হিসেবে যোগদান করেন।

তিনি প্রথমে ঢাকা ক্যান্টনমেন্ট থানার নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
কিন্তু ২০০৭ সালে তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আওয়ামীলীগের রাজনৈতিক প্রতিহিংসার কাছে নতজানু হয়ে তিনিসহ মোট ৮৫ জন কর্মকর্তাকে চাকরি থেকে বাদ দেন। এদের মধ্যে ৩ জন পরবর্তীতে মৃত্যুবরণ করেন। অবশিষ্ট ৮২ জন পদোন্নতি, বকেয়া বেতন ও বিধি মোতাবেক সকল আর্থিকসুবিধাসহ চাকুরিতে পুনর্বহালের আদেশ লাভকরেন। ২০১০ সালে আদালতের রায়ে চাকরি পুনর্বহাল হলেও সপ্তাহখানেকের ব্যবধানে তা পুনরায় স্থগিত হয়।

এ বিষয়ে অনুভুতি জানাতে গিয়ে মোহাম্মদ কামাল উদ্দিন বাঁশখালী টাইমসকে বলেন, ‘আলহামদুলিল্লাহ মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া, বহু বছর পর হলেও আমরা ন্যায়বিচার পেয়েছি। আমাদের ব্যাচের ৩ জন সহকর্মী এই দীর্ঘ অপেক্ষায় মৃত্যুবরণ করেছেন। আমি সবার দোয়া কামনা করছি, যেন কর্মস্থলে সততার সাথে আমার দায়িত্ব পালন করতে পারি।’

মোহাম্মদ কামাল উদ্দিন চট্টগ্রাম জেলার বাঁশখালী পৌরসভার ৭ ওয়ার্ডের মাতব্বর বাড়ির মরহুম আলহাজ্ব মৌলানা আব্দুল জব্বার সাহেবের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এম.এম, বিএসএস (অনার্স) ও লোকপ্রশাসন বিভাগ থেকে এমএসএস ডিগ্রী অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। তাঁর সহধর্মিণী শাহীনা সুলতানা একটি স্বনামধন্য প্রাইভেট ব্যাংকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডিভিশনাল হেড হিসেবে কর্মরত আছেন।

প্রথম সন্তান নুছরাত কামাল ওআইসি পরিচালিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (IUT) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে চতুর্থ বর্ষে অধ্যয়নরত, দ্বিতীয় সন্তান মোহাম্মদ শামস যুলকারনাইন ২০২৫ সালে এইচএসসি সম্পন্ন করে উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর