সংবাদ শিরোনাম
দৈনিক বর্তমান বাংলা’র মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে স্বরণ সিং নিয়োগপ্রাপ্ত। খানখানাবাদে গণভোট বিষয়ে গণসচেতনতামূলক প্রদর্শনী ও লিফলেট বিতরণ। টানা তৃতীয়বার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত পেকুয়ার সন্তান আবদুল খালেক। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদের স্মরণে দোয়া মাহফিল করেছে বন্ধুমহল। বিএনপির মনোনয়ন দৌড়ে শেষ পর্যন্ত জয়ী কামরুজ্জামান কামরুল। সাবেক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। দেশবরেণ্য নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণসভা করল চট্টগ্রাম সাংবাদিক সংস্থা রাজাবাড়িতে বিএনপির কর্মীদের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল বাঁশখালী ডিগ্রি কলেজ জামে মসজিদ পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন। সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় পার্থেনিয়াম উদ্ভিদ নির্মুল অভিযান। 
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি। / ৮৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: তৌসিব উদ্দিন এর সভাপতিত্বে সম্পন্ন হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলার চৌকস পুলিশ অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুপন নন্দী, উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার। পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসহাব উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার।

আনসার ভিডিপির উপজেলা কমান্ডার মোঃ হারুন অর রশিদ, বিআরডিবি অফিসার এনামুল করিম, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মেরিন ফিশারিস অফিসার সাইফুল ইসলাম।
অনুষ্ঠানের মধ্যে ছিল, উদ্বোধনী অনুষ্ঠান, সফল মৎস্য উদ্যোক্তাদের পুরস্কার প্রদান, পোনা অবমুক্তকরণ, মতবিনিময় সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন।

উপজেলা পরিষদে জাতীয় মৎস্য সপ্তাহ র‍্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করা হয়। কর্মসূচির অংশ হিসেবে তিনজন সফল মৎস্য চাষীকে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

যথাক্রমে, পাঙ্গাস মাছ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ সম্মাননা সনদ গ্রহণ করেছেন, পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসহাব উদ্দীন,
তেলাপিয়া মাছ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ সম্মাননা সনদ গ্রহণ করেছেন, কালীপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সাইরাজ উদ্দীন,
কার্প জাতীয় মাছ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ সম্মাননা সনদ গ্রহণ করেছেন, পূর্ব চাম্বলের নুর মোহাম্মদ খাঁন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর