সংবাদ শিরোনাম
দৈনিক আমার কাগজ-এ নিয়োগ পেলেন তৈয়বুর রহমান। বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত। দৈনিক বর্তমান বাংলা’র মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে স্বরণ সিং নিয়োগপ্রাপ্ত। খানখানাবাদে গণভোট বিষয়ে গণসচেতনতামূলক প্রদর্শনী ও লিফলেট বিতরণ। টানা তৃতীয়বার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত পেকুয়ার সন্তান আবদুল খালেক। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদের স্মরণে দোয়া মাহফিল করেছে বন্ধুমহল। বিএনপির মনোনয়ন দৌড়ে শেষ পর্যন্ত জয়ী কামরুজ্জামান কামরুল। সাবেক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। দেশবরেণ্য নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণসভা করল চট্টগ্রাম সাংবাদিক সংস্থা রাজাবাড়িতে বিএনপির কর্মীদের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

ইমানী সংস্কার।।

লেখক - মোঃ রবিউল ইসলাম / ১৫৯ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

লেখক – মোঃ রবিউল ইসলাম

শিক্ষক, ২ নং মক্তব সরকারী প্রাঃ বিদ্যাঃ
চারিদিকে ছড়িয়ে পড়েছে
সংস্কারের দাবি।।
অপসংস্কৃতি স্রোতে
সংস্কৃতি গেছে ভেসে।
অনিয়টায় নিয়ম মেনে
চলছে সবে যেন।
জাতীয় দিবসেও
বাঁজতে দেখি ভিন দেশিদের গান।
সম্মানটুকু বিদায়ের পথে
অসম্মানের ভিড়ে।
আসল নকল যায় না চেনা
সবই যেন খাঁটি।
লাগাম ছাড়া ছুটে চলে
খুন ঝরা এক জাতি।
সাধু সেজে আটকাতে চায়
প্রতিহিংসার জালে।
এক প্লেটে খেয়ে সাথে
প্রাণ নিয়ে যায় কেঁড়ে।
লাশের উপর নৃত্য করে
চোখ মিলিয়ে ফুটে।
ছিনতাই আর রাহাজানি
দুর্ঘটনায় আগুন জলা
ধর্ষণ আর হত্যাযজ্ঞ
ঘটছে যেন তেন।
পেশিশক্তির চাপে পড়ে
অসহায় সেই মানুষগুলো
নিরবে যায় কেঁদে।
অপরাধীও মিছিল করে
নিরপরাধের বেশে।
ভেসে আসা যত নেতা
করে রাজার পাঠ।
ক্যাডার ভিত্তিক রাজনীতি যেন
খুন খারাবির হাট।
বড়রা সব দেখে চেয়ে
চালিয়ে যাও চুপে।
রাজনীতির ওই হ্যাচকা টানে
সকল সম্প্রীতি যাচ্ছে ছিড়ে।
আদর্শিক সেই রাজনীতি টা
আজকে যেন কোথায়?
ভিন্ন মতের পথের হলেই
কালো তালিকা চলে।
দমন পীড়ন আধিপত্য ঘটে।
ধর্মের কথা বললে মুখে
জংগী মৌলবাদ বটে।
মুসলমান হয়েও মুখে
অন্যতন্ত্রের গান।
আল্লাহর বিধান ছেড়ে দিয়েও
পাক্কা ইমানদার।
আলেম সমাজ আজও কেন
জংগী নাটক জালে।
নিজের দোষ চেপে যেতে
অন্যের দোষ খুঁজে।
তবে কি সেটা
বৈষম্য আর পরাধীনতার ছাপ।
জীবন মরণ বিপ্লব শেষে
ফলটা তবে কই?
জুলুম নির্যাতন রুখতে যত
আন্দোলনগুলো ঘটে
দিনশেষে ফসলটুকু অন্য হাতে পড়ে।
এ জাতি পাবে কবে
স্বাধীনতার স্বাদ।
কোন জনমে কেমন করে
হবে সংস্কার।
লাখ শহীদের রক্তে কেনা
আমার সোনার দেশে
বৈষম্য দূর করতে
সংস্কার বিপ্লব ঘটবে তবে
“ইমানী সংস্কার” করে।
——————


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর