লেখক – মোঃ রবিউল ইসলাম
শিক্ষক, ২ নং মক্তব সরকারী প্রাঃ বিদ্যাঃ
চারিদিকে ছড়িয়ে পড়েছে
সংস্কারের দাবি।।
অপসংস্কৃতি স্রোতে
সংস্কৃতি গেছে ভেসে।
অনিয়টায় নিয়ম মেনে
চলছে সবে যেন।
জাতীয় দিবসেও
বাঁজতে দেখি ভিন দেশিদের গান।
সম্মানটুকু বিদায়ের পথে
অসম্মানের ভিড়ে।
আসল নকল যায় না চেনা
সবই যেন খাঁটি।
লাগাম ছাড়া ছুটে চলে
খুন ঝরা এক জাতি।
সাধু সেজে আটকাতে চায়
প্রতিহিংসার জালে।
এক প্লেটে খেয়ে সাথে
প্রাণ নিয়ে যায় কেঁড়ে।
লাশের উপর নৃত্য করে
চোখ মিলিয়ে ফুটে।
ছিনতাই আর রাহাজানি
দুর্ঘটনায় আগুন জলা
ধর্ষণ আর হত্যাযজ্ঞ
ঘটছে যেন তেন।
পেশিশক্তির চাপে পড়ে
অসহায় সেই মানুষগুলো
নিরবে যায় কেঁদে।
অপরাধীও মিছিল করে
নিরপরাধের বেশে।
ভেসে আসা যত নেতা
করে রাজার পাঠ।
ক্যাডার ভিত্তিক রাজনীতি যেন
খুন খারাবির হাট।
বড়রা সব দেখে চেয়ে
চালিয়ে যাও চুপে।
রাজনীতির ওই হ্যাচকা টানে
সকল সম্প্রীতি যাচ্ছে ছিড়ে।
আদর্শিক সেই রাজনীতি টা
আজকে যেন কোথায়?
ভিন্ন মতের পথের হলেই
কালো তালিকা চলে।
দমন পীড়ন আধিপত্য ঘটে।
ধর্মের কথা বললে মুখে
জংগী মৌলবাদ বটে।
মুসলমান হয়েও মুখে
অন্যতন্ত্রের গান।
আল্লাহর বিধান ছেড়ে দিয়েও
পাক্কা ইমানদার।
আলেম সমাজ আজও কেন
জংগী নাটক জালে।
নিজের দোষ চেপে যেতে
অন্যের দোষ খুঁজে।
তবে কি সেটা
বৈষম্য আর পরাধীনতার ছাপ।
জীবন মরণ বিপ্লব শেষে
ফলটা তবে কই?
জুলুম নির্যাতন রুখতে যত
আন্দোলনগুলো ঘটে
দিনশেষে ফসলটুকু অন্য হাতে পড়ে।
এ জাতি পাবে কবে
স্বাধীনতার স্বাদ।
কোন জনমে কেমন করে
হবে সংস্কার।
লাখ শহীদের রক্তে কেনা
আমার সোনার দেশে
বৈষম্য দূর করতে
সংস্কার বিপ্লব ঘটবে তবে
“ইমানী সংস্কার” করে।
——————