*সৌদিআরব থেকে_ছাদেক আহমাদ।*
গত ০২রা ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ১০:০০ ঘটিকায় সৌদিআরবের রাজধানী রিয়াদস্থ বাথাহ হোটেল ডি-প্যালেসে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠান সৌদিআরব পূর্বাঞ্চল লক্ষীপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, *শাহীন আলমের* সভাপতিত্বে_ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৌদিআরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব *ফারুক আহমেদ চাঁন।*
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,সৌদিআরব পূর্বাঞ্চল প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক *ফারুক হোসেন পাটোয়ারী*, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক *আব্দুর রহিম* ।
অনুষ্ঠান প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির উপদেষ্টা *দেলোয়ার মিয়াজীর* সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সৌদিআরব পূর্বাঞ্চল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী *জাহাঙ্গীর আলম*, প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক *মাসুদ রানা,* প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক *ওমর ফারুক,* প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির উপদেষ্টা *রফিকুল ইসলাম*, সৌদিআরব প্রবাসী গণআধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার *আসমাউল হুসাইন,* সৌদিআরব প্রবাসী ফেনী ফোরামের বিশিষ্ট সমাজসেবক *জহির উদ্দিন মনির*, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা কারিকুলাম শাখার সাবেক শিক্ষক ও ঢাকা মেডিকেলের সেন্টারের মার্কেটিং ম্যানেজার *রেদওয়ানুর রহমান* প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গণমাধ্যম কর্মী *মিজানুর রহমান* সহ সোস্যাল,প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়া বিশেষ ব্যক্তি বর্গ।
এসময় উপস্থিত বক্তারা বলেন জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মানুষের কল্যাণে কাজ করেছেন, দেশের স্বার্থ বিরোধী কোন কাজে তিনি আপোষ করেন নাই । তিনি হলেন মাদার অফ ডেমোক্রেসি।
আজ দেশ ও প্রবাসে থাকা সকল ধর্ম বর্ণ ,সকল মতের মানুষ উনার রোগ মুক্তি কামনায় দোয়া করছেন।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিপুলসংখ্যক বিএনপি বান্ধব প্রবাসী উপস্থিত ছিলেন। তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি জন্য পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত তাসবিহ তাহলীল সহ দোয়া মুনাজাত করেন হাফেজ মাওলানা নোমান হোসাইন।