
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
গত মঙ্গলবার,১৩ জানুয়ারি ২০২৬,সন্ধ্যা সাড়ে ৭টায় নিউইয়র্ক এর বাংগালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের নবান্ন পার্ট হলে সম্প্রতি নিউইয়র্কে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদ এর স্মরণে তার বন্ধুমহলের উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক কাজল মাহমুদ এবং বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও রাজনীতিক এবং সমাজসেবক জয়নাল আবেদীনের যৌথ উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল এর পূর্বে বন্ধুমহল এর পক্ষথেকে সৃতিচারন করে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহসভাপতি মহিউদ্দীন দেওয়ান, রাজনৈতিক ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সাংবাদিক হেলাল মাহমুদ, ব্রাহ্মণবাড়ীয়া সোসাইটি ইউএসএ”র সভাপতি রানা মোহাম্মদ আয়েস, রাজনৈতিক ও সমাজসেবক সোলায়মান আলী,রাজনীতিক জীবন সফিক,সমাজসেবক মোস্তাফিজুর রহমান,সমাজসেবক মীর নিজামুল হক,সংগঠক এইচএম ইকবাল প্রমুখ ।অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক লুৎফুর বহমান বাবু,বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস,মোহাম্মদ আলী বাবু,বক্সার সেলিম,আকতার হোসেন কেনেডি,নুর বাবুল,কচি ও পনিরসহ শতাধিক বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক , পেশাজীবী, সাংবাদিক,কলামিস্ট,কবি এবং কমিউনিটির নেতৃবৃন্দ ।দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ এম মাহমুদ । অনুষ্ঠানে বক্তাগণ বলেন, গবন্ধু বৎসল ও পরোপকারী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদ দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিয়ে গভীর উৎকন্ঠার মধ্যে ছিলেন। তিনি খুব সহজেই সবাইকে আপন করে নিতে পারতেন।
বক্তারা আরও বলেন, মাসুদ ছিলেন একজন সাদা মনের মানুষ। প্রবাসে থেকেও তিনি দেশের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করে গেছেন। একজন নিরব ও নিরহংকারী সমাজসেবক হিসেবে প্রবাসে বিভিন্ন ক্ষেত্রে তাঁর অগ্রণী ভূমিকা প্রবাসীরা চিরদিন স্মরণ রাখবেন।
দোয়া মাহফিল অনুষ্ঠানের শেষে মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এবং অনুষ্ঠান শেষে সবাইকে নৈশভোদে আপ্যায়ন করা হয় ।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩