নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মনোনয়নপত্রের বৈধতা পুনরায় বহাল করা হয়েছে। এর আগে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ভোটারদের স্বাক্ষরে গরমিল পাওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছিল।
পরবর্তীতে বিষয়টি নিয়ে আপিল ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন।
মনোনয়ন ফিরে পাওয়ায় তাঁর সমর্থক ও শুভানুধ্যায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এ বিষয়ে প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক বলেন, আলহামদুলিল্লাহ, আমাকে নিয়ে যত ষড়যন্ত্রই হোক না কেন, আমি মানুষের পাশে আগেও ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো—এটাই আমার ওয়াদা।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়ার প্রতি তিনি সবসময় শ্রদ্ধাশীল এবং জনগণের অধিকার আদায়ে শেষ পর্যন্ত মাঠে থাকবেন।
এদিকে, রাজশাহী-১ আসনে তাঁর প্রার্থিতা বহাল হওয়ায় নির্বাচনী মাঠে নতুন করে সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, এতে ভোটের লড়াই আরও জমজমাট হবে এবং সাধারণ ভোটারদের আগ্রহ বাড়বে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩