নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামিমা আখতারের অবসর গ্রহণ উপলক্ষ্যে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানিয়েছে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, কেন্দ্রীয় কমিটি, রংপুর।
আজ রবিবার (১১ জানুয়ারি) সকালে রংপুর সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই শুভেচ্ছা জানানো হয়। দীর্ঘ কর্মজীবন শেষে অধ্যাপক শামিমা আখতারের অবসর গ্রহণকে স্মরণীয় করে রাখতে সমিতির নেতৃবৃন্দ তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন:
জনাব মোঃ মনিরুল হক প্রধান, আহ্বায়ক, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি (অ্যাডহক কমিটি)।
ডাঃ শাহ্ শাহজাদা পিন্টু, সদস্য সচিব ও সহযোগী অধ্যাপক, রংপুর মেডিকেল কলেজ।
অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, সাবেক অধ্যক্ষ, কারমাইকেল কলেজ। অধ্যাপক মোঃ রোজাইন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কারমাইকেল কলেজ। জনাব মোঃ আতিয়ার রহমান, অবঃ সরকারি কর্মকর্তা এবং জনাব মোঃ শহিদুল আলম লাবু, বিশিষ্ট ব্যবসায়ী সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক শামিমা আখতারের বর্ণাঢ্য কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর ও তাঁর পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও শুভকামনা জানান।
এ সময় অধ্যাপক শামিমা আখতার কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩