মোঃ আঃ আজিজ, বিশেষ প্রতিনিধি :
ঢাকা জেলার আশুলিয়ার নিশ্চিন্তপুর গনি স্কুল রোড এলাকায় শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড। সংগঠনটির উদ্যোগে আন্তর্জাতিক প্রেসক্লাব ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের যৌথ আয়োজনে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ও ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি এ সময় বলেন,“আমরা সব সময় দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করি। আমাদের সামর্থ্য অনুযায়ী সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করছি। এই মানবিক কর্মসূচি শুধু আশুলিয়ায় নয়, ঢাকা ও পর্যায়ক্রমে বাংলাদেশের সকল অঞ্চলে পরিচালিত হচ্ছে।”
সোমবার বিকেল পাঁচটায় আয়োজিত এই কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আজহার আলী। তিনি বলেন,
“বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। ভূমিহীন, গৃহহীন ও অসহায় দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ মহৎ কাজে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছি।” এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক মোঃ ইউনুস আলী। তিনি বলেন,“শীত মৌসুমে অসহায় দরিদ্র মানুষ চরম কষ্টে থাকে। তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের সামাজিক দায়িত্ব ও নৈতিক কর্তব্য।”এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ আজিজ প্রধান,মোঃ হেকমত আলী, মোঃ সোহাগ, রঞ্জুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি আব্দুল মান্নান ভূঁইয়া বলেন,“আমাদের প্রত্যাশা, সমাজের বিত্তবান ও সচেতন সকল মানুষ নিজ নিজ উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। সম্মিলিত প্রচেষ্টায়ই মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”এই কর্মসূচির মাধ্যমে শীতার্ত মানুষের মাঝে কিছুটা হলেও উষ্ণতা ও স্বস্তি ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩