স্টাফ রিপোর্টার: দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) জনবল নিয়োগের জন্য বিশাল এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি তাদের বিভিন্ন মাইক্রোফিন্যান্স কর্মসূচি এবং প্রকল্পের জন্য মোট ১৫টি ভিন্ন পদে ১৩০০-এর বেশি জনবল নিয়োগ দেবে।
প্রধান পদসমূহ এবং বেতন কাঠামো:
বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) পদে মাসিক বেতন শিক্ষানবিশকাল শেষে ১,৩৫,৭০০ টাকা। এছাড়াও জোনাল ম্যানেজার পদে ৭৯,০০০ টাকা, এরিয়া ম্যানেজার পদে ৫৮৭৬০ টাকা, অডিট কর্মকর্তা পদে ৫৩,৭৬০ টাকা এবং সিনিয়র অফিসার পদে ৪৯,৩০০ টাকা বেতন নির্ধারিত রয়েছে।
সবচেয়ে বেশি নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্রেডিট) পদে, যেখানে পদের সংখ্যা ১০০০টি। এছাড়া অফিসার (ক্রেডিট) পদে ২০০ জন নিয়োগ দেওয়া হবে। ইঞ্জিনিয়ার, আইটি বিশেষজ্ঞ, ডাটা অ্যানালিস্ট এবং স্বাস্থ্য সমন্বয়কারী পদেও রয়েছে কর্মসংস্থানের সুযোগ।
অন্যান্য সুবিধাদি:
নির্বাচিত প্রার্থীরা বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, চিকিৎসা অনুদান এবং আবাসন সুবিধাসহ (শর্তসাপেক্ষে) সংস্থার নীতিমালা অনুযায়ী বিভিন্ন আর্থিক ও সামাজিক নিরাপত্তা সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা রঙিন ছবিসহ আগামী ২৬ জানুয়ারি, ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: উপ-নির্বাহী পরিচালক, সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস), এসএসএস ভবন, টাঙ্গাইল।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত শর্তাবলি এবং পদভিত্তিক যোগ্যতার তথ্য জানতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.sss-bangladesh.org ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩