-সেলিম উদ্দিন
একদিন অন্য কোনো ভোরে
তোমার হাত ছুঁয়ে আমি বলবো—
কীভাবে ব্যস্ত শহরের ধুলোয়
আমার বুকের বাগান হারিয়ে গেল।
একদিন নিস্তব্ধ দুপুরে
তোমার পাশে বসে জানাবো ধীরে,
কেন আকাশ ছোঁয়ার স্বপ্নে
আমি মাটির কাছেই রয়ে গেলাম ফিরে।
যেখানে উচ্ছ্বাস ছিল অঝোর
সেখানে সময় এসে আঁকল দেয়াল,
স্বপ্নেরা পরে নিল গম্ভীর পোশাক
হৃদয় শিখে নিল দায়িত্বের খেয়াল।
তবু তোমাকে দেখলে এখনো
ভেতরে ভেতরে বৃষ্টি নামে,
না বলা কথারা জেগে ওঠে
তোমার নামের মধুর ফ্রেমে।
একদিন তোমার চোখে চোখ রেখে
আমি খুলে দেবো জমে থাকা রাত,
হয়তো তখন বুঝবে তুমি
নীরবতারও থাকে গোপন প্রপাত।
আজ নয়—আজ শুধু থাকি
তোমার ভাবনায় মৃদু জোনাকির মতো,
কারণ কিছু ভালোবাসা দূরে থেকেই
সবচেয়ে বেশি উজ্জ্বল হয় অবিরত।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩