সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. বাবলু ভুঁইয়া (২১) নামে চাঁদপুরের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। তিনি চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহ মাহমুদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব লোধেরগাঁও গ্রামের বাসিন্দা এবং মৃত আবুল কালাম ভুঁইয়ার ছেলে।
নিহতের সহকর্মী ও পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা মিন্টু হাজীর ছেলে রহমান হৃদয় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার (৬ জানুয়ারি) সৌদি আরবের স্থানীয় সময় রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে দেশটির রাজধানী রিয়াদের আল আরিথ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে গত বছরের ১৭ আগস্ট সৌদি আরবের রিয়াদে যান বাবলু ভুঁইয়া। সেখানে তিনি ফুড ডেলিভারি কর্মী হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে মোটরসাইকেলযোগে খাবার ডেলিভারি দিতে যাওয়ার পথে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর কাস্টমার বাবলুকে একাধিকবার ফোন করলেও সাড়া না পেয়ে কোম্পানিতে অভিযোগ করেন। এরপর কোম্পানির লোকজন ও সহকর্মীরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে মোবাইল ফোন বন্ধ পান। পরে এক পাকিস্তানি প্রবাসীর কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে বাবলুর ব্যবহৃত মোটরসাইকেল দেখতে পান এবং পুলিশকে জানালে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়।
পরবর্তীতে একটি হাসপাতালে গিয়ে তারা বাবলু ভুঁইয়ার মরদেহ শনাক্ত করেন।
বাবলু ভুঁইয়ার অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বজন, বন্ধু ও এলাকাবাসী তাকে স্মরণ করে শোক প্রকাশ করছেন এবং তার রুহের মাগফিরাত কামনা করছেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩