আমির হোসেন স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাটে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ শাহালম মিয়া (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জঙ্গলবাড়ি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিপন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল জঙ্গলবাড়ি গ্রামে অভিযান চালায়। অভিযানের সময় নিজ বাড়ি থেকে শাহালম মিয়াকে আটক করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।
টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিপন মিয়া জানান, আটককৃত শাহালম মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয় সচেতন মহল।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩