কুমিল্লা নগরীতে কনকনে শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত অসহায়, গরিব ও ভাসমান মানুষের পাশে দাঁড়িয়েছে স্থানীয় তরুণ প্রজন্ম। 'আমরা কুমিল্লা তরুণ প্রজন্ম' সংগঠনের উদ্যোগে নগরীর বিভিন্ন পয়েন্টে গভীর রাতে এসব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল ও গরম কাপড়) উপহার হিসেবে বিতরণ করা হয়।
মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত
বৃহস্পতিবার (১জানুয়ারি) দিবাগত রাতে নগরীর টাউন হল মাঠ, রেলওয়ে স্টেশন, কান্দিরপাড় ও রাজগঞ্জসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ফুটপাতে শুয়ে থাকা অসহায় মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন একদল উদ্যমী তরুণ।
উদ্যোক্তারা জানান, তীব্র শীতে যখন জনজীবন বিপর্যস্ত, তখন সমাজের অবহেলিত মানুষের কষ্ট লাঘবে তারা এই ক্ষুদ্র প্রয়াস চালিয়েছেন। কোনো বড় তহবিল নয়, বরং নিজেদের জমানো টাকা এবং উপদেষ্টা ওমর ফারুক ও আনোয়ার সাহেব সহ শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এই উপহার সামগ্রী সংগ্রহ করা হয়েছে।
তরুণদের বক্তব্য: উদ্যোগের বিষয়ে সংগঠনের আহবায়ক পিয়ারে মাহবুব বলেন, আমাদের এই শীতবস্ত্র বিতরণ ১৫ দিন পর্যন্ত চলমান থাকবে।
সদস্য সচিব সাজ্জাদ খান বলেন
"আমরা চাই আমাদের এই ছোট উদ্যোগ দেখে অন্যরাও এগিয়ে আসুক। কুমিল্লা নগরীর কোনো মানুষ যেন এই শীতে বিনা কাপড়ে কষ্ট না পায়, এটাই আমাদের লক্ষ্য। আমাদের এই মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।"
সুধীজনের প্রশংসা
তরুণদের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরীর বিশিষ্টজনেরা। তারা মনে করেন, তরুণ সমাজ যদি এভাবে সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে আসে, তবেই একটি সুন্দর ও মানবিক সমাজ গঠন সম্ভব।
শীতবস্ত্র বিতরণের সময় সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। আমরা কুমিল্লা তরুণ প্রজন্মের উপদেষ্টা আলহাজ্ব কাজী কায়কোবাদ, মোহাম্মদ জাবের হোসাইন, আবু বকর সাদ,ইমরান,ফয়সাল, শিহাব উদ্দিন খন্দকার।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩