মোঃ সুজন আহমেদ রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ
৩১শে ডিসেম্বর ২০২৫ইং বুধবার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৭নং দেওপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অবস্থিত রাজাবাড়ি হাট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) দুপুর ২টা ৪০ মিনিটে অনুষ্ঠিত এই গায়েবানা জানাজায় শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। শোকাবহ পরিবেশে জানাজা শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন উপস্থিত মুসল্লিরা।
জানাজায় অংশগ্রহণকারী বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ দেশনেত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। অনেককে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় যিনি আজীবন দৃঢ় অবস্থান ধরে রেখেছেন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের রাজনীতিতে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বিএনপি পরিবারসহ সারাদেশে শোকের ছায়া নেমে আসে।
গায়েবানা জানাজা শেষে বিএনপির নেতাকর্মীরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। তারা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩