বিশেষ সংবাদদাতাঃ
শ্রমিকের ঘামে শিল্প সচল,অর্থনীতি গতিশীল—তবু সেই শ্রমজীবী মানুষই আজ সবচেয়ে বেশি অবহেলা ও বৈষম্যের শিকার। রাষ্ট্রীয় উদাসীনতা ও মালিকপক্ষের দায়হীনতার মধ্যে যখন শ্রমিকরা ন্যূনতম মানবিক অধিকার থেকেও বঞ্চিত, তখন মানবিক দায়িত্ব ও অধিকার আদায়ের প্রশ্নে সামনে আসে শ্রমিক কল্যাণ ফেডারেশন।
এই প্রেক্ষাপটে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইপিজেড থানা কমিটির উদ্যোগে শুক্রবার (২৬ ডিসেম্বর) সংগঠনের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয় প্রকাশনা সামগ্রী প্রদর্শনী ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। দিনব্যাপী এই আয়োজন ছিল শুধু সামাজিক সহায়তা নয়; বরং শ্রমিক অধিকার, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের পক্ষে এক সুস্পষ্ট অবস্থান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এস এম লুৎফর রহমান। তিনি বলেন,“শ্রমিকদের জীবন-জীবিকার প্রশ্নে রাষ্ট্রযন্ত্র আজ কার্যত নিষ্ক্রিয়। শীত, ন্যায্য মজুরি ও নিরাপত্তা-সব ক্ষেত্রেই শ্রমিকরা উপেক্ষিত। এই অবস্থা চলতে পারে না। মানবিক কর্মসূচির পাশাপাশি অধিকার আদায়ের সংগ্রাম আরও বেগবান করাই আমাদের লক্ষ্য।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী,সিটিজোন ফোরামের সাধারণ সম্পাদক এবং আন্তর্জাতিক মানবাধিকার উন্নয়ন সংস্থা ভার্ড বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ কমিটির ত্রাণ ও পুরনো বাসন সম্পাদক মোঃ মজিবুর রহমান বকুল। তিনি বলেন,“শ্রমিককে বাদ দিয়ে উন্নয়নের কথা বলা এক ধরনের প্রতারণা। মানবিক দায়িত্ব পালনে যারা ব্যর্থ, ইতিহাস তাদের ক্ষমা করে না।”
আরেক বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৯ নং ওয়ার্ড কাউন্সিল পদপ্রার্থী ও ভার্ড বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ শাহেদ বলেন,“শ্রমিকদের আইনি অধিকার সম্পর্কে অজ্ঞ রেখে শোষণ দীর্ঘস্থায়ী করা হচ্ছে। সচেতনতা ও সংগঠিত আন্দোলনের মাধ্যমেই এই শোষণের দেয়াল ভাঙতে হবে।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ইপিজেড থানা কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম।
তিনি বলেন,“শ্রমিক কল্যাণ ফেডারেশন দান-খয়রাতের রাজনীতি করে না। আমরা অধিকার,মর্যাদা ও মানবিকতার প্রশ্নে আপসহীন। এই কর্মসূচি তারই বাস্তব উদাহরণ।”অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইপিজেড থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সবুর আশিকি। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, ইপিজেড থানা কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কর্মসূচির অংশ হিসেবে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন প্রকাশনা সামগ্রীর প্রদর্শনী অনুষ্ঠিত হয়,যেখানে শ্রমিক অধিকার, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের বার্তা তুলে ধরা হয়। পাশাপাশি শীতার্ত শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়—যা ছিল রাষ্ট্রীয় ব্যর্থতার মুখে মানবিক প্রতিরোধের এক স্পষ্ট ঘোষণা।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩