জাহিদ হোসেন
ফরিদপুর।
ফরিদপুরের সালথায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সালথা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান দায়িত্ব নেওয়ার পরই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কার্যক্রম বা সম্ভাব্য নাশকতা প্রতিরোধে তিনি থানার পুলিশ সদস্যদের নিয়ে এলাকায় মহড়া পরিচালনা করেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সালথা উপজেলা সদর বাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে ৩০ থেকে ৩৫ সদস্যের পুলিশ দল নিয়ে মহড়া পরিচালনা করা হয়।
মহড়ায় সালথা থানার ওসি (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ওসি বাবলুর রহমান খান মহড়ার সময় বলেন, নিষিদ্ধ সংগঠন বা কোনো পক্ষ যদি এলাকায় নাশকতার চেষ্টা করে, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা কাজ করছে। জনগণের প্রয়োজনে থানায় ওসির কক্ষ সবসময় খোলা থাকবে।
তিনি আরও বলেন, আমার থানার এলাকায় কেউ যদি নাশকতার পায়তারা করে, তাঁকে ছাড় দেওয়া হবে না। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩