দৈকামতা প্রবাসী যুব মানবিক ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল এক আয়োজনপূর্ণ অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফেস্টুনে উল্লেখিত সব অতিথি ও দায়িত্বশীল সদস্যরা নির্ধারিত সময়ে অনলাইনে যুক্ত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানকে সফল করে তোলেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মোহাম্মদ আবুল কালাম আজাদ, উপদেষ্টা, দৈকামতা যুব মানবিক ফাউন্ডেশন।
সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন জমদ্দার।
অনলাইন সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
- মোহাম্মদ জাবের হোসাইন, প্রতিষ্ঠাতা, প্রবাসী মানবিক ফাউন্ডেশন, বৃহত্তর কুমিল্লা।
- মোঃ মহিউদ্দিন রিপন পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ি, শিক্ষানুরাগী ও সমাজসেবক।
- মোহাম্মদ আনোয়ার হোসেন, ইতালি প্রবাসী।
- মহিন উদ্দিন, উপদেষ্টা, দৈকামতা প্রবাসী যুব মানবিক ফাউন্ডেশন।
বক্তব্য রাখেন— মোহাম্মদ মুকবুল হোসাইন (সহ-সাধারণ সম্পাদক),
মোহাম্মদ আরিফ হোসাইন (সাংগঠনিক সম্পাদক),
মোহাম্মদ বিল্লাল হোসেন (সহ-সাংগঠনিক সম্পাদক),
মোহাম্মদ হাবিবুর রহমান (অর্থ সম্পাদক),
মোহাম্মদ রাকিব হোসেন (ক্রীড়া বিষয়ক সম্পাদক),
মোহাম্মদ রায়হান হোসেন রাফি (দপ্তর সম্পাদক)।
অনুষ্ঠানের সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন মোহাম্মদ আকবর হোসাইন, সাধারণ সম্পাদক উক্ত সংগঠন।
সভায় বক্তারা সংগঠনের বিগত এক বছরের মানবিক কার্যক্রম তুলে ধরার পাশাপাশি আগামী দিনে আরও বেশি প্রবাসী ও স্থানীয় যুবকদের সম্পৃক্ত করে মানবিক কাজে ভুমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, প্রবাসীদের সহযোগিতা ও দেশপ্রেমকে সমন্বয় করে এই সংগঠন ভবিষ্যতে আরও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে।
আলোচনা সভা দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে সমাপ্ত হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩