তরিকুল রংপুর, বিশেষ প্রতিনিধি
পঞ্চগড়ের চা শিল্পে দীর্ঘদিনের অনিয়ম দূরীকরণ এবং চায়ের গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসন এবং চা বোর্ড পঞ্চগড়ের যৌথ উদ্যোগে অভিযান অব্যাহত রয়েছে। জেলা প্রশাসক (ডিসি) জনাব কাজী মোঃ সায়েমুজ্জামান মহোদয়ের সুনির্দিষ্ট দিকনির্দেশনায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জেলার বিভিন্ন চা কারখানায় জেলা প্রশাসন পঞ্চগড় কর্তৃক গঠিত মনিটরিং টিম এই অভিযান পরিচালনা করে।
এসময় টিমের সাথে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসিফ আলী মহোদয়। জেলা প্রশাসক জনাব কাজী সায়েমুজ্জামান মহোদয় এ প্রসঙ্গে বলেন, "পঞ্চগড়ের চায়ের ভালো কোয়ালিটি অবশ্যই ধরে রাখতে হবে। চা শিল্প সংশ্লিষ্ট সকলকে জেলা প্রশাসন ও চা বোর্ড এর সমন্বয় মিটিং-এর সকল রেজুলেশন কঠোরভাবে মেনে চলতে হবে।"
তিনি অনিয়মকারীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "যে সকল চা বাগান
মালিক ও কারখানা মালিক অনিয়ম করবে, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।" চায়ের মান নিশ্চিত করার জন্য তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন:
সবাইকে কচি পাতা সরবরাহ করতে হবে। কারখানাগুলো কেবল কচি সবুজ পাতা ক্রয় করবে। ডাল যুক্ত পাতা কেউ সরবরাহ করবেন না এবং কারখানা মালিকগণও এই ধরনের পাতা কিনবেন না।
জেলা প্রশাসক মহোদয় আরও নিশ্চিত করেন যে, "সবুজ চা পাতার মান ঠিক রাখতে এবং অনিয়ম বন্ধে জেলা প্রশাসনের এই অভিযান চলমান থাকবে।" অনিয়মকারীদের বিরুদ্ধে এই কঠোর অবস্থান এবং মনিটরিং জোরদার করার ফলে পঞ্চগড়ের চা শিল্পে শৃঙ্খলা ফিরে আসবে এবং আন্তর্জাতিক বাজারে এখানকার চায়ের সুনাম অক্ষুণ্ণ থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্ট মহল।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩