চাঁদপুর সদর মডেল থানা ও ডিবি পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৫১ সদস্যকে আটক করা হয়েছে। সোমবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, নবাগত পুলিশ সুপার রবিউল হাসানের নির্দেশক্রমে রোববার দিনগত রাতে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৪৫ জন সদস্য আটক করে। তাদের মধ্যে ১৩ জনকে জুয়া আইনে আটক করা হয়েছে। এছাড়া, একজন সাজাপ্রাপ্ত আসামি এবং ২৫ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
এছাড়া জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৬ জনকে কিশোর অপরাধী সন্দেহে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, ‘কিশোর গ্যাং নির্মূলে চাঁদপুর জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।’
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩