
দৌলতপুর সীমান্ত এলাকায় জনি ইসলাম (৩৫) নামে এক যুবককে পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া এলাকার একটি গোরস্তানের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জনি ইসলাম ওই ইউনিয়নের মহিষকুন্ডি জামালপুর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে।
প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান, স্থানীয়ভাবে জনির বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগ ছিল। ধারণা করা হচ্ছে, মাদক-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুরে মহিষকুন্ডি মাঠপাড়া এলাকার গোরস্তানের পাশে জনি ইসলামকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ের রগ কেটে দেয়। এতে করে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আমি বর্তমানে কুষ্টিয়া সদরে একটি মিটিংয়ে থাকায় তদন্ত শেষে বিস্তারিত জানাব ।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩