ঢাক-ঢোল, সাজসজ্জা- সব প্রস্তুতি ঠিকঠাক। কিন্তু মাথায় একটাই প্রশ্ন, এত আয়োজনের মাঝে পিঁড়িতে বসবে কে? শোনা যাচ্ছে, বলিউডের কপিল শর্মা এবার ফিরেছেন এমন এক চরিত্রে, যাকে ঘিরে তৈরি হয়েছে চার বিয়ে নিয়ে তুমুল অস্থিরতা!
ভারতীয় গণমাধ্যমের খবর, নতুন ছবি ‘কিস কিসকে পেয়ার কারু টু’–তে কপিলের চরিত্র একটি নয়, চার-চারজন ‘স্ত্রী’ সামলাবেন, যা নিয়ে পুরোপুরি বিপাকে পড়বেন কপিল! কোথাও নিকাহ, কোথাও সাতপাক, কোথাও খ্রিস্টীয় প্রতিজ্ঞা- এমন কয়েক রীতিতে চলবে কপিলের বিয়ে। আর নিয়েই এগোবে কমেডি ঘরানার এই গল্প।
সম্প্রতি প্রকাশিত এই সিনাম্র ট্রেলারে দেখা যায়, একদিকে চার বউ, আরেকদিকে কপিলের প্রকৃত প্রেম খোঁজার অভিযান- সব মিলিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত কপিল স্টাইলের বিশৃঙ্খলা আর কমেডি।
ছবিটি পরিচালনা করেছেন অনুকল্প গোস্বামী। চার নায়িকার ভূমিকায় আছেন হীরা ওয়ারিনা, তৃতিধা চৌধুরী, পারুল গুলাটি ও আয়েশা খান। কপিলকে ঘিরে পরিবারের মতোই তারাও পড়বে অবাক করা সব জটিলতার মধ্যে।
২০১৫ সালের প্রথম কিস্তির মতোই এবারও দর্শককে হাসির ডোজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে নির্মাতারা। কপিলের আগের ছবির সাফল্যের পরই দ্বিতীয় পর্বকে ঘিরে ভক্তদের আগ্রহ বেড়ে গেছে। সব ঠিকঠাক থাকলে আগামী ১২ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। তবে রয়েছে একটি প্রশ্নও! চার বিয়ে টিকিয়ে রাখতে গিয়ে শেষ পর্যন্ত নিজের একটা সত্যিকারের প্রেম কি খুঁজে পাবে কপিল?
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩