
টঙ্গী পশ্চিম থানার পুলিশ অপহরণের মাত্র দুই ঘণ্টার মধ্যে দ্রুত ও প্রযুক্তিনির্ভর অভিযানে এক যুবককে উদ্ধার করে এবং এক অপহরণকারীকেও গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার, ২৩ নভেম্বর, বিকেল আনুমানিক ৪টার দিকে আউচপাড়া মোল্লাবাজার এলাকার পাকা রাস্তায় থেকে দুর্বৃত্তরা মোঃ রাসেল মিয়া (২৫)–কে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহরণকারীরা ভুক্তভোগীর পরিবারের কাছে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
রাসেলের ভগ্নিপতি মোঃ সুন্দর আলী (৪০) থানায় মৌখিকভাবে অভিযোগ করলে টঙ্গী পশ্চিম থানা ও জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ–দক্ষিণ) নির্দেশনায় ওসি মোঃ হারুন অর রশিদের নেতৃত্বে দ্রুত তদন্ত শুরু করা হয়। টানা দুই ঘণ্টার অনুসন্ধান ও অভিযানের পর পুলিশ টঙ্গীর মুদাফা এলাকার প্রত্যাশা আবাসন থেকে রাসেলকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। একই অভিযানে একজনকে গ্রেফতার করা হলেও গ্রেপ্তারকৃতের পরিচয় (সানি) বিষয়টি নিশ্চিত করা না গেলেও পরিচয় সম্পর্কিত তথ্য এখনও পাওয়া যায়নি। অভিযানে ভিকটিমের মোবাইলও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, উদ্ধারকালে ভিকটিমের শারীরিক অবস্থাও ভাল ছিল। পরবর্তীতে সুন্দর আলী আনুষ্ঠানিকভাবে থানায় অভিযোগ করলে ঘটনাটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয় এবং গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অপহরণ চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান এখনও চলছে বলে থানা জানিয়েছে। স্থানীয়রা পুলিশি দ্রুত পদক্ষেপ, প্রযুক্তির ব্যবহার ও সমন্বিত তৎপরতাকে সফল উদ্যোগ হিসেবে বিশেষ প্রশংসা করছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩