প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ১১:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৫, ৪:০০ পি.এম
চন্দনাইশ খাঁনহাট বাজারে ব্যবসায়ির দোকানে দুর্ধষ চুরি: থানায় অভিযোগ দায়ের

চন্দনাইশ প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে খাঁনহাট বাজারে এক ব্যবসায়ির দোকান লুটপাট হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মোঃএমরানুল হক চৌধুরী (৩৩) বাদী হয়ে সন্দেহভাজন তিনজনের নাম উল্লেখ করে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন মোঃশফিউল ইসলাম (৪২),রবিউল ইসলাম (৪৫),রফিকুল ইসলাম (৩৭)। অভিযোগ সূত্রে জানা যায়,গাছবাড়িয়া খাঁনহাট চৌধুরী কমপ্লেক্স নামীয় মার্কেটে গাছবাড়িয়া কসমেটিক্স নামীয় দোকানে রাতের অন্ধকারে পূর্ব শত্রুতার জের ধরে দোকানের তালা ভেঙ্গে দোকানের ভিতরে থাকা বিভিন্ন কসমেটিক্স সামগ্রী,কাপড় চোপড়সহ লুটপাট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল ১৮,০০,০০০ (আঠার লক্ষ) টাকা।
পরবর্তীতে বিবাদীগন যাতায়াতের গলি থেকে বোর্ড সরিয়ে দোকানে নতুন তালা ঝুলিয়ে দেয়। ঘটনার পরের দিন দোকান খোলার জন্য গেলে সেখানে দেখা যায় দোকান লুটপাট করে সেখানে নতুন তালা ঝুলিয়ে রাখেন।
এই ব্যাপরে অভিযোগ তদন্তকারী এস আই সাইফুল ইসলাম জানান,তিনি তিনদিনের ট্রেনিং যাওয়ায় পরবর্তীতে ট্রেনিং শেষ করে এসে বিষয়টি তদন্ত করবেন।

বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩