নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়া আরও কঠোর হচ্ছে বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে। তারা বলছে, সম্ভাব্য এমপি প্রার্থীদের রাজনৈতিক পরিচয়, মাঠের কর্মকাণ্ড এবং অতীত অবস্থান নিয়ে কঠিন যাচাই–বাছাই চলছে।
দলীয় সংশ্লিষ্টরা জানান, প্রার্থীদের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া, পুরনো ছবি বা রাজনৈতিক সম্পৃক্ততার প্রমাণ হিসেবে সামনে আসা যেসব তথ্য পাওয়া যাচ্ছে, সেগুলোর ভিত্তিতে মনোনয়ন মূল্যায়ন করা হচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে প্রার্থীদের অতীতের কোনো ছবি বা ঘনিষ্ঠতার অভিযোগ পাওয়া গেলে সেটিকে গুরুতর বিবেচনায় নেওয়া হচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন বাছাইয়ে কঠোরতা বজায় রাখার ওপর জোর দিয়েছেন বলে জানা গেছে। তার নির্দেশনা অনুযায়ী, প্রার্থীদের রাজনৈতিক অবস্থান নিয়ে সামান্য সংশয় থাকলেও তা মনোনয়ন যাচাই প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে পারে।
নেতারা মনে করছেন, নির্বাচন ঘিরে জনমতের প্রতি আস্থা বজায় রাখা এবং দলকে সংগঠিত ও আদর্শিকভাবে সুস্পষ্ট রাখার লক্ষ্যেই এই কঠোরতা নেওয়া হয়েছে। মনোনয়ন বাছাইয়ের এই প্রক্রিয়া শেষ পর্যন্ত কারা দলীয় প্রতীক পাবেন—সেটিই এখন দেখার বিষয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩