নিজস্ব প্রতিবেদকঃ
২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থী তালিকা নিয়ে সাধারণ জনগণ এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রশ্নের ঝড় উঠেছে। অভিযোগ উঠেছে, বিএনপির আদর্শ ও নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং অতীতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাথে সরাসরি সংশ্লিষ্ট ছিল—এমন বিতর্কিত ব্যক্তিরাও এখন বিএনপির মনোনয়ন তালিকায় জায়গা পাচ্ছেন।
তৃণমূলের অনেক নেতাকর্মী প্রশ্ন তুলেছেন—যাদের বিরুদ্ধে এক সময় আন্দোলন-সংগ্রাম করেছে বিএনপি, তাদেরকেই এখন কেনো নিজেদের প্রার্থী বানানো হচ্ছে? এতে দলের আদর্শ ও ত্যাগী নেতাকর্মীদের মর্যাদা প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে অভিযোগ তুলেছেন অনেকে।
বহু জেলায় দেখা যাচ্ছে, দীর্ঘদিন ধরে বিএনপির হয়ে আন্দোলনে থাকা নেতারা উপেক্ষিত, অথচ হঠাৎ করে রাজনৈতিক সুবিধাবাদী, অতীতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিল এমন চিহ্নিত ব্যক্তিরা দলের টিকিট পাচ্ছেন। এতে সাধারণ কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।
বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছে সাধারণ কর্মীদের দাবি—ত্যাগী, নির্যাতিত ও আদর্শবান নেতাদেরকেই যেন মনোনয়ন দেওয়া হয়। তা না হলে আগামী নির্বাচনে দলকে চরম মূল্য দিতে হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তৃণমূলের এই আওয়াজ এখন ঢাকায়ও গুঞ্জন তুলেছে—আদর্শ না কি সমঝোতা, কোন পথে হাঁটছে বিএনপি?
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & imo 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩